বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের একজন ছিলেন আয়েশা ঝুলকার। নব্বই দশকের ‘গ্ল্যাম গার্ল’ আয়শা ক্যারিয়ারের শুরু থেকেই তার আবেদনময়ী চেহারা ও মনোমুগ্ধকর অভিনয়ের জন্য তারকাখ্যাতি পান। তবে এত জনপ্রিয়তার মাঝেই ঘটে যায় এক অপ্রীতিকর ঘটনা যা বদলে দেয় তার পুরো ক্যারিয়ার।
১৯৯১ সালে ‘কুরবান’ ছবি দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন তিনি। তারপর ‘খিলাড়ি’, ‘মাসুম’, ‘কুরবান’ এর মতো ছবিতে দারুণ অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করেছিলেন।
‘জো জিতা ওহি সিকান্দার’ ছবিতে বিখ্যাত গান ‘পেহলা নেশা’তে আমির খানের সঙ্গে তার আবেগী অভিব্যক্তি বিপুল জনপ্রিয়তা পায়।
১৯৯৩ সালে ‘দালাল’ ছবিতে অভিনয় করতে গিয়ে ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা। ছবিটিতে তার বিপরীতে অভিনয় করেন মিঠুন চক্রবর্তী। আর সেখানেই বিনা অনুমতিতে একটি দৃশ্য ধারণ করা হয় যা পরে বড় বিতর্কে রূপ নেয়।
‘দালাল’ ছবিতে ঘটে সেই অপ্রত্যাশিত ঘটনা যা কেড়ে নেয় তার গ্ল্যামারাস ক্যারিয়ার
ছবিটিতে একটি ধর্ষণের দৃশ্য রাখা হয় যা আয়েশার বডি ডাবল ( অভিনেত্রীর বদলে অন্য শিল্পী অন্তরঙ্গ দৃশ্য বা বিশেষ শট করেন) দিয়ে শ্যুট করা হয়েছিল কিন্তু তাকে সে বিষয়ে কিছুই জানানো হয়নি। ছবির ট্রায়াল শোতেও তাকে ডাকা হয়নি। পরে এক সাংবাদিক তাকে ফোন করে দৃশ্যটি সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি সম্পূর্ণ হতবাক হয়ে যান।
প্রযোজক প্রকাশ ঝাকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলেও তিনি অস্বীকার করেন। পরে ছবিটির ট্রায়াল এ গিয়ে নিজ চোখে সেই দৃশ্য দেখেন আয়েশা। মুহূর্তেই বুঝে যান যে তাকে প্রতারিত করা হয়েছে।
এরপরই ‘ইন্ডিয়ান মোশন পিকচার প্রডিউসারস অ্যাসোসিয়েশন’ এ মামলা করেন আয়েশা ঝুলকা। সংগঠনটি ফিল্ম ইন্ডাস্ট্রির উন্নয়ন, অধিকার রক্ষা এবং বিরোধ নিষ্পত্তির জন্য কাজ করে থাকে।
এই বিতর্কের পর থেকে আয়েশা আগের মতো সফল নায়িকা হিসেবে কাজ পাননি।ইন্ড্রাস্টিতে তার গুরুত্ব কমতে থাকে। তাকে অফার করা হতে থাকে ‘বি গ্রেড’ ছবির চরিত্র। কিছুদিনের মধ্যেই তিনি গ্ল্যামারের দুনিয়া থেকে নিজেকে সরিয়ে নেন। পরে ভালো চরিত্র না পাওয়ায় ইন্ডাস্ট্রি ছাড়ার সিদ্ধান্ত নেন।
ব্যক্তিজীবনে আয়শা ঝুলকা ২০০৩ সালে ব্যবসায়ী সামীর ভাশিকে বিয়ে করেন। দীর্ঘ দাম্পত্য জীবনে তাদের কোনো সন্তান নেই। এক পুরনো সাক্ষাৎকারে সন্তান না নেয়ার বিষয়ে আয়শা বলেন, ‘আমার সন্তান নেই কারণ আমি চাইনি। আমার সময় ও শক্তির বড় অংশই সামাজিক কর্মকাণ্ড ও কাজে ব্যয় করতে চাই। আমার পরিবারও এই সিদ্ধান্তকে সুন্দরভাবে গ্রহণ করেছে।’
দীর্ঘ বিরতির পর ২০২২ সালে তিনি ‘হাশ হাশ’ ওয়েব সিরিজের মাধ্যমে ফের অভিনয়ে ফিরেন।
ইএ/টিএ