কুষ্টিয়ায় মাদক নির্মূলে যৌথ বাহিনী বিশেষ অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করেছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান থেকে তাদের আটক করা হয়।অভিযান শেষে জগতি রেলস্টেশন প্ল্যাটফর্মে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিরা আক্তার। এসময় তিনি আটকদের বিভিন্ন মেয়াদে সাজা দেন।
অভিযানে উপস্থিত ছিলেন: অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদসহ সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও ডিবি পুলিশের যৌথ বাহিনীর সদস্যরা। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, মাদক নির্মূলে তারা বদ্ধপরিকর। গোপন সংবাদের ভিত্তিতে শহরের বেশ কয়েকটি স্থানে মাদক কেনাবেচার তথ্য পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা এ অভিযান চালায়। এ সময় মাদকদ্রব্য ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এসএস/এসএন