দেশকে স্বনির্ভর করতে রাজস্ব দিন : চসিক মেয়র

দেশের অর্থনীতিকে স্বনির্ভর করা এবং উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সবাইকে রাষ্ট্রের প্রাপ্য রাজস্ব সময়মতো পরিশোধের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

আজ বুধবার (১০ ডিসেম্বর) নগরের রেডিসন ব্লু হোটেলে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষ্যে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রাম আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মেয়র বলেন, ১৯৯১ সালে ভ্যাট প্রবর্তনের সিদ্ধান্ত ছিল সময়োপযোগী ও দূরদর্শী। আজ তিন দশক পর সেই সিদ্ধান্ত বাংলাদেশের রাজস্ব ব্যবস্থার একটি শক্ত ভিত্তিতে পরিণত হয়েছে।

বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী মোট কর আয়ের প্রায় ৩৮ শতাংশ আসে ভ্যাট থেকে, যা একক সূত্র হিসেবে সর্বোচ্চ অবদান। ভ্যাট এখন অভ্যন্তরীণ সম্পদ আহরণ ও উন্নয়ন বাজেট বাস্তবায়নের অন্যতম প্রধান হাতিয়ার।

তিনি বলেন, ভ্যাটের মাধ্যমে সংগৃহীত রাজস্ব স্বাস্থ্য, শিক্ষা, সমাজকল্যাণ, অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন সরকারি খাতে ব্যয় হয়। পাশাপাশি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উন্নয়নমূলক কর্মকাণ্ডেও এ রাজস্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্যবসায়ীদের যথাযথভাবে ভ্যাট পরিশোধের পাশাপাশি সাধারণ নাগরিকদের পণ্য ও সেবা গ্রহণের সময় ভ্যাট চালান নেওয়ার আহ্বান জানান তিনি।

মেয়র বলেন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হলে উন্নয়ন দ্রুত দৃশ্যমান হয়। ভ্যাট কর্মকর্তাদের দেশপ্রেমিক মনোভাব নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও আধুনিক দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রামের কমিশনার শওকত আলী সাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাস্টমস, এক্সাইজ ও মূল্য সংযোজন কর আপিল ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মোহাম্মদ লুৎফর রহমান, কর অঞ্চল-১-এর কমিশনার মো. আবুল কালাম আজাদ, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেটের কমিশনার মো. ফজলুল হক এবং কাস্টমস হাউস কমিশনার মোহাম্মদ শফি উদ্দিন।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, চট্টগ্রামের মহাপরিচালক ড. আবু নূর রাশেদ আহম্মেদ। স্বাগত বক্তব্যে চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার মো. মাহফুজুল হক ভূঁঞা জানান, ২০২৪-২৫ অর্থবছরে কর-জিডিপি অনুপাত ৬.৬৭ শতাংশ, যা সন্তোষজনক নয়। এ অবস্থা থেকে উত্তরণে করদাতা ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বিত উদ্যোগের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

এবারের ভ্যাট দিবসের স্লোগান ‘সময়মত নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব’। অনুষ্ঠানে বক্তারা বলেন, ভ্যাট কেবল আইনগত বাধ্যবাধকতা নয়, বরং এটি সততা ও দায়িত্ববোধের প্রতীক। সময়মতো নিবন্ধন ও নিয়মিত ভ্যাট প্রদানের মাধ্যমে স্বচ্ছ ব্যবসা পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তারা। 

পিএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img
সৌরভ গাঙ্গুলীর জীবনীচিত্রের শুটিং শুরু মার্চে Jan 25, 2026
img
জামায়াত বসন্তের কোকিলের মতো, কাজের সময় দেখা যায় না: পাপিয়া Jan 25, 2026
img
আজ কুমিল্লায় যাচ্ছেন তারেক রহমান, বক্তব্য দেবেন তিনটি জনসভায় Jan 25, 2026
img
প্রভাসকে ঘিরেই লেখা ফৌজির গল্প Jan 25, 2026
img
মির্জাপুরে ট্রাক ও ১৪ টন রডসহ ডাকাতচক্রের দুই সদস্য গ্রেপ্তার Jan 25, 2026
img
মঞ্চে সস্ত্রীক গান গেয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা বিএনপি প্রার্থীর Jan 25, 2026
img
“গণভোটে ‘হ্যাঁ’ দিলে জামায়াত ভোট পাবে, ‘না’ দিলে বিএনপি” Jan 25, 2026
img
স্ক্রিনে নাটকী সংঘাতের পরেও শাশুড়ির সঙ্গে অঙ্কিতার উষ্ণ সম্পর্ক Jan 25, 2026
img
আরববিশ্বের পাঠক্রমে এআই-এর অন্তর্ভুক্তি Jan 25, 2026
img
যুক্তরাষ্ট্র-সমর্থিত প্রধানমন্ত্রীকে সরাতে চায় হাইতির অন্তর্বর্তী সরকার Jan 25, 2026
img
তারেক রহমানের সমাবেশস্থল ঘুরে দেখলেন সিএমপি কমিশনার Jan 25, 2026
img
সালমান খানের পরিচালনা নির্মিত হবে বাবার সালিম খানের বায়োপিক Jan 25, 2026
img
যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কৌশলে বড় পরিবর্তন, চীন আর প্রধান হুমকি নয় Jan 25, 2026
img
ঢাবি ক্যাম্পাসে চাঁদাবাজির প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ Jan 25, 2026
img
দক্ষিণ ভারতীয় সিনেমার মেগাস্টার কে: রজনীকান্ত নাকি চিরঞ্জীবী! Jan 25, 2026
img
সমাজের বিভাজন নিয়ে উদ্বেগ প্রকাশ বিদ্যা বালানের Jan 25, 2026
img
প্রয়াত তারকার জীবনীচিত্রে রাশমিকার নাম ঘিরে উত্তেজনা! Jan 25, 2026
img
অজিতের নতুন ছবি 'একেএক্সটি ফোর’–এর শুটিং শুরু ফেব্রুয়ারিতে Jan 25, 2026
img
তিন দশকের ক্যারিয়ারে রানি মুখার্জিকে করণ জোহরের শ্রদ্ধা Jan 25, 2026
img
অনুমতি ছাড়াই বাংলাদেশ ছাড়লেন রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা Jan 25, 2026