নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, শিল্পের চাকা আবার ঘুরছে, পোশাক থেকে শুরু করে কুটিরশিল্প পর্যন্ত উৎপাদনের সক্ষমতা ৬০% ফিরে পেয়েছি আমরা।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান কর্ণফুলি শিপ বিল্ডার্সের নির্মাণশালা পরিদর্শন শেষে দেশের শিল্পখাতের বিষয়ে তিনি এ কথা বলেন।
সাখাওয়াত হোসেন বলেন, বিগত দেড় দশকের ‘শিল্প-ধস’ কাটিয়ে উঠতে সরকারের ভূমিকার অপরিসীম। ১৫ বছর আগে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ যখন ভেঙে পড়ছিল, আমরা তখন নতুন করে গড়ার চ্যালেঞ্জ নিয়েছিলাম।
আজ শিল্পকারখানার ৬০ শতাংশ সচল, বাকিটাও সময়ের ব্যাপার মাত্র।
তিনি শিল্পখাতের অস্থিরতা দূর করার পথে আলোকপাত করে বলেন, পোশাকশিল্প থেকে শুরু করে সব শিল্পাঞ্চলেই ছিল অস্থিরতার ছায়া। সেগুলো কাটিয়ে ওঠাও বড় চ্যালেঞ্জ ছিল।
এ সময় জাহাজ নির্মাণ শ্রমিকদের নিরাপত্তা বিষয়ে কঠোর নির্দেশনা দেন তিনি।
উপদেষ্টা বলেন, একটি পেরেকের অবহেলাও যেন প্রাণহানির কারণ না হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন নৌপরিবহন সচিব নুরুন্নাহার চৌধুরী, জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি, কর্ণফুলি শিপ বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক এম এ রশিদ ও বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার।