টালিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা ত্রিবেদী। ‘হঠাৎ বৃষ্টি’, ‘সাথী’, ‘সঙ্গী’র মতো আলোচিত সিনেমায় অভিনয় করে তারকাখ্যাতি পাওয়া অভিনেত্রী প্রিয়াঙ্কা ত্রিবেদীকে আর বাংলা সিনেমায় দেখা যায় না। তিনি এখন কোথায় আছেন, কী করছেন?
কলকাতায় জন্ম নেওয়া প্রিয়াঙ্কার প্রথম ছবি ছিল ‘যোদ্ধা’। তবে ১৯৯৮ সালে মুক্তি পাওয়া ‘হঠাৎ বৃষ্টি’ ছবিতে ‘দীপা’ চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তিনি।
২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ‘সাথী’ সিনেমায় সোনালি চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। জিৎ-প্রিয়াঙ্কা জুটির এই ছবি ছিল টালিউডের ব্লকবাস্টার।
২০০৩ সালে হরনাথ চক্রবর্তীর পরিচালনায় ‘সঙ্গী’ ছবিতে দর্শকেরা আবার পেয়েছিলেন জিৎ-প্রিয়াঙ্কা জুটিকে। তবে ছবিটি বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে পারেনি।
এর মধ্যে দক্ষিণ ভারতীয় সিনেমায় ঝুঁকে পড়েন প্রিয়াঙ্কা। তামিল, কন্নড় সিনেমায় খ্যাতি পেতে থাকেন। ফলে বাংলা সিনেমা কমিয়ে দেন।
২০১১ সালে নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘হ্যালো মেমসাহেব’–এর পর আর কোনো বাংলা সিনেমায় দেখা যায়নি তাঁকে। এরপর টালিউড থেকে হারিয়ে যান।
বাংলা সিনেমার দর্শকেরা ভেবেছিলেন, তিনি হয়তো অভিনয় ছেড়ে দিয়েছেন। কিন্তু তা নয়, তিনি দাপটের সঙ্গে কাজ করছিলেন তামিল ও কন্নড় ছবিতে।
‘এইচ টু ও’, ‘আইস’, ‘রাজা’, ‘শ্রীমতী’, ‘দেবকী’র মতো আলোচিত তামিল ও কন্নড় সিনেমায় অভিনয় করেছেন।
গত ২২ আগস্ট মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কা অভিনীত কন্নড় সিনেমা ‘কামারো ২ ’; ছবিতে তাঁর অভিনয় দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছে।
২০০৩ সালে কন্নড় ছবির অভিনেতা, পরিচালক ও প্রযোজক উপেন্দ্র রাওকে বিয়ের পর থেকে তিনি প্রিয়াঙ্কা ত্রিবেদী নয়, প্রিয়াঙ্কা উপেন্দ্র নামে পরিচিতি পেয়েছেন।
পিএ/এসএন