ভারতে লিওনেল মেসির বহুল প্রতীক্ষিত সফর শুরু হলো কলকাতা দিয়ে। শুক্রবার ‘গোট ট্যুর ইন্ডিয়া ২০২৫’-এর প্রথম দিনেই এক অনন্য মুহূর্তের সাক্ষী হলো ভক্তরা। আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসির সঙ্গে দেখা করলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান।
দুই ভুবনের এই দুই তারকার মিলন মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তোলে, উচ্ছ্বসিত করে তোলে ফুটবল ও সিনেমাপ্রেমী দুই ভিন্ন জগতের ভক্তদের।
একটি বন্ধ দরজার অনুষ্ঠানে মেসির সঙ্গে উপস্থিত ছিলেন তার সতীর্থ লুইস সুয়ারেজ ও রোদ্রিগো দে পল। সেখানে আয়োজক ও বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে শাহরুখ খানের সঙ্গে উষ্ণ করমর্দন ও সৌজন্য বিনিময় করেন মেসি। অনুষ্ঠানের ছবি ও ভিডিও দ্রুতই ভাইরাল হয়ে যায়, যা ‘গোট ট্যুর’-এর প্রথম দিনের অন্যতম আলোচিত ঘটনা হয়ে ওঠে।
তবে শুধু কিং খান নয় তার সঙ্গে এসেছিলেন খুদে আব্রাম খানও। এমনকি শনিবার (১৩ ডিসেম্বর) বাবার সঙ্গে মাঠেও হাজির হন এই খুদে। শুধু তাই নয়, ছেলে আব্রামের সঙ্গে আর্জেন্টিনার ফুটবলার গ্রেট লিওনেল মেসির ছবিও তুলে দেন সুপারস্টার।
কলকাতার হায়াত রিজেন্সি হোটেলে উঠেছেন ফুটবল তারকা। শনিবার তিনি সেখান থেকেই অনলাইনেই উদ্বোধন করেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে তার ৭০ ফুট উঁচু মূর্তির। এদিকে সল্টলেক স্টেডিয়ামে মিনিট ৩০ ছিলেন তিনি। ভিড় বাড়তে থাকলে, উপস্থিত জনতাকে সামাল দিতে না পারার কারণ, তড়িঘড়ি মাঠ ছাড়তে হয় তাকে। সেই সঙ্গে নিরাপত্তা বাড়ানো হয় শাহরুখ খানেরও।
কথা ছিল, মেসির কলকাতা সফরের পুরোভাগে দেখা যাবে বলিউডের বাদশা শাহরুখ খানকেও। কিন্তু হোটেল থেকে ভার্চুয়ালি ৭০ ফুটের মূর্তি উন্মোচনের পরই মেসি যখন যুবভারতীতে পা রাখলেন, তার কিছুক্ষণ পরেই গোটা দৃশ্য বদলে গেল।
মেসিকে দেখতে না পাওয়ার ক্ষোভে উন্মত্ত হয়ে পড়ে দর্শকাসনে বসে থাকা জনতা। ব্যারিকেড ভেঙে মাঠে ঢুকে পড়েন দর্শকরা। কান্নাভেজা চোখে তাদের অভিযোগ, অনেক টাকা দিয়ে টিকিট কেটেও মেসিকে কাছ থেকে দেখার স্বপ্ন অধরা রয়ে গেল।-হিন্দুস্থান টাইমস
এমকে/টিএ