ক্রিস্টিয়ানো রোনালদো এই বয়সেও ফুটবলে মুগ্ধতা ছড়াচ্ছেন দাপটেই। ৪০ বর্ষী কিংবদন্তিকে ঘিরে এবার হলিউড সংযোগের খবর। হিট ফ্র্যাঞ্জাইজি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের পরের কিস্তিতে একটি ক্যামিও চরিত্রে তার অভিনয়ের ইঙ্গিত দিয়েছেন সিনেমাটির প্রধান চরিত্রের অভিনেতা ভিন ডিজেল। পর্তুগিজ মহাতারকার জন্য একটি চিত্রনাট্য লেখা হয়েছে, জানাচ্ছেন তিনি।
ভিন ডিজেল সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদোর সাথে একটি ছবি পোস্ট করেছেন। লিখেছেন, ‘সবাই জিজ্ঞেস করছিল, সে (রোনালদো) কি ফাস্ট মেথলজিতে থাকবে। আমি বলতে চাই যে এটি বাস্তব। আমরা তার জন্য একটি ভূমিকা লিখেছি।’
ভিন ডিজেল পোস্টে উল্লেখ করেছেন রোনালদোর চরিত্রটি লস ব্যান্ডোলেরোসের জন্য লিখেছেন, যেটি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ফ্র্যাঞ্চাইজির একটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র। পরবর্তীতে ‘লস ব্যান্ডোলেরোস’ লেখাটি তিনি আবার মুছেও ফেলেন।
চলচ্চিত্রটিতে কে কে অভিনয় করছেন সেটি এখনো ঘোষণা করা হয়নি। ধারণা করা হচ্ছে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ফ্র্যাঞ্চাইজির আসন্ন ১১তম সিনেমাটি শেষ কিস্তি। ডিজেলের পোস্টের আগে থেকেই ফ্র্যাঞ্চাইজিটিতে রোনালদোর যোগদান নিয়ে কয়েকমাস ধরে একটা আলোচনা ছিল।
আইকে/টিএ