মাঠের ফুটবলে দল ধুঁকছে, তাতে কোচ জাবি আলোনসোর ওপর চাপ ক্রমেই বাড়ছে। রিয়াল মাদ্রিদে এই স্প্যানিশ কোচের অবস্থান অনেকটা নড়ে গেছে। চলছে নানা গুঞ্জন আর সমালোচনা। তবে এসব নিয়ে একদমই ভাবছেন না তিনি। দলকে আবার চেনা রূপে ফেরানোর দিকেই তার সব মনোযোগ।
খুব কঠিন সময় পার করছে রিয়াল মাদ্রিদ। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ আট ম্যাচের মাত্র দুটিতে জিততে পেরেছে ইউরোপের সফলতম দলটি। যে মাঠে তারা একরকম অপ্রতিরোধ্য, সেই সান্তিয়াগো বের্নাবেউয়ে হেরেছে টানা দুই ম্যাচে। সবশেষ গত বুধবার এখানে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে এগিয়ে গিয়েও ২-১ গোলে হেরে যায় প্রতিযোগিতাটির রেকর্ড চ্যাম্পিয়নরা।
কার্লো আনচেলত্তির বিদায়ের পর গত ক্লাব বিশ্বকাপ দিয়ে রিয়ালের দায়িত্ব নেন দলটির সাবেক মিডফিল্ডার আলোনসো। পিএসজির বিপক্ষে হেরে প্রতিযোগিতাটির সেমি-ফাইনাল থেকে বিদায় নেয় তার দল।
নতুন মৌসুমের শুরুটা তাদের হয় দারুণ। লা লিগায় প্রথম ১১ ম্যাচের মধ্যে জেতে ১০টিই। এর মধ্যে আছে ক্লাসিকোয় বার্সেলোনার বিপক্ষে ২-১ গোলে জয়ও। চ্যাম্পিয়ন্স লিগে জেতে তারা প্রথম তিন ম্যাচেই। তবে ইউরোপ সেরার প্রতিযোগিতায় লিভারপুলের মাঠে হারের পর কক্ষচ্যুত হয়ে পড়ে তারা।
লা লিগায় একটা সময় যেখানে অনেকটা এগিয়ে থেকে রিয়াল ছিল শীর্ষে, এখন সেখানে চূড়ায় থাকা বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে দুইয়ে আছে তারা। মাঠের ছন্ন ছাড়া পারফরম্যান্সের পাশাপাশি কোচের সঙ্গে কোনো কোনো খেলোয়াড়ের দ্বন্দ্ব, ড্রেসিং রুমে অশান্তির ছায়া, এমন নানা গুঞ্জনে অনেকটাই জেরবার রিয়াল।
ঘরোয়া লিগে রোববার আলাভেসের মুখোমুখি হবে রিয়াল। আগের দিন সংবাদ সম্মেলনে আলোনসো বললেন, দলের বর্তমান পরিস্থিতি বদলে দিতে দৃঢ় প্রতিজ্ঞ তারা।
“আমি অনেক বছর ধরে ফুটবলের সঙ্গে আছি। যা কিছুই ঘটে, তাতে আমি অবাক হই না। যা ঘটেছে এবং যা ভবিষ্যতে ঘটবে, সবই স্বাভাবিক।আমাদের এসব পরিস্থিতির মুখোমুখি হতে হবে দায়িত্ব নিয়ে, যে দায়িত্ব আসে আমাদের অবস্থান এবং আমরা যা প্রতিনিধিত্ব করি তার সঙ্গে। আর সেই জায়গা থেকে পরিস্থিতি পাল্টে দেওয়ার জন্য কাজ করার সময় এসেছে। এটা এমন কিছু নয়, যা আমাকে খুব বেশি অবাক করে।”
“আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দল ও ক্লাব। আগামীকালের ম্যাচটি গুরুত্বপূর্ণ এবং আমরা পরিস্থিতি পরিবর্তন করতে চাই। আগামীকাল আমরা এজন্যই খেলব।”
চোটের কারণে সিটির বিপক্ষে খেলতে পারেননি কিলিয়ান এমবাপে। আলাভেস ম্যাচে ফরাসি তারকাকে পাওয়া যাবে বলে নিশ্চিত করলেন আলোনসো।
“কিলিয়ানকে ফিরে পেয়েছি আমরা। সে খেলার জন্য প্রস্তুত, আগামীকাল দেখা যাবে। এটা ভালো খবর।”
এমআর/টিকে