কাতারের আল-রাইয়ানের আহমাদ বিন আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা চ্যালেঞ্জার কাপ ২০২৫-এর ফাইনালে মিশরের পিরামিডস এফসিকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে ব্রাজিলের শক্তিশালী ক্লাব ফ্লামেঙ্গো।
এই জয়ের ফলে ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে ব্রাজিলিয়ান ক্লাবটি। আগামী ১৭ ডিসেম্বর একই ভেন্যুতে শিরোপা নির্ধারণী ম্যাচে ফ্লামেঙ্গোর প্রতিপক্ষ হবে বর্তমান উয়েফা চ্যাম্পিয়নস লিগ চ্যাম্পিয়ন এবং ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫-এর রানার্সআপ প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় ফ্লামেঙ্গো। পঞ্চম মিনিটেই এভারটনের শট প্রতিহত করতে ব্যস্ত হয়ে পড়ে পিরামিডসের রক্ষণভাগ। বলের দখল ও পাসিংয়ে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে ব্রাজিলিয়ান দলটি।
২৪তম মিনিটে ফ্রি-কিক থেকে লিও পেরেইরার হেডে লিড পায় ফ্লামেঙ্গো। জর্জিয়ান দে আরাসকায়েতার নিখুঁত ক্রসে গোলটি আসে।
এরপর একাধিকবার সমতায় ফেরার সুযোগ পেলেও পিরামিডসের ফিস্টন মায়েলের প্রচেষ্টা ব্যর্থ করে দেন ফ্লামেঙ্গো গোলরক্ষক আগুস্তিন রোসি।
দ্বিতীয়ার্ধের ৫২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ফ্লামেঙ্গো। আরাসকায়েতার আরেকটি ফ্রি-কিক থেকে হেডে গোল করেন দানিলো। দুই গোলে পিছিয়ে পড়ার পর পিরামিডস আক্রমণে চাপ বাড়ালেও গোলের দেখা পায়নি।
শেষ পর্যন্ত ২-০ গোলের জয়ে ফিফা চ্যালেঞ্জার কাপের ট্রফি নিজেদের করে নেয় ফ্লামেঙ্গো। এখন ফুটবলপ্রেমীদের দৃষ্টি ১৭ ডিসেম্বরের দিকে, যেখানে ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে পিএসজির বিপক্ষে মুখোমুখি হবে ব্রাজিলের এই ঐতিহ্যবাহী ক্লাব।
এমআর/টিকে