ব্যাক টু ব্যাক শিরোপা জয়ের আশায় বিশ্বকাপের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না আর্জেন্টিনা। যার অংশ হিসেবে আগামী মার্চে আফ্রিকার জায়ান্ট সেনেগালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। বিশ্বকাপের আগে ফিনালিসিমা মাঠে গড়ানোর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা থাকায়, সেনেগালের ফুটবল ফেডারেশনের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। প্রস্তাব পেয়ে সম্মতিও জানিয়েছে সেনেগাল।
জিত প্রথম বিশ্বকাপে লিওনেল মেসির শিরোপা উদযাপনের মুহূর্তে হৃদয়ে ঝড় তুলছিল পুরো দুনিয়ার ফুটবল প্রেমীদের। ১৯৮৬ সালের পর, দীর্ঘ অপেক্ষার শিরোপা আর্জেন্টাইনদের উপহার দিয়েছিলেন মেসি। আগামী বছর ব্যাক টু ব্যাক শিরোপার হাতছানি আলবিসেলেস্তেদের। শেষ বিশ্বকাপ মেসি খেলবেন কিনা, তা এখনো নিশ্চিত নয়। তবে, তাকে ঘিরেই স্বপ্ন বুনছে আর্জেন্টাইনরা। বিশ্বকাপে এবার গ্রুপ পর্বে সহজ প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানকে পেয়েছে মেসিরা।
বিশ্বকাপের আগে ইউরোজয়ী স্পেনের সঙ্গে ফিনালিসিমা খেলার কথা রয়েছে আর্জেন্টিনার। তবে, দিনক্ষণ চূড়ান্ত না হওয়ায়, ফিনালিসিমার ভবিষ্যত নিয়ে রয়েছে শঙ্কা। তাইতো বিশ্বকাপ ফটুবলের প্রস্তুতিতে বিকল্প পথে হাঁটছে আর্জেন্টিনা। আগামী বছর মার্চে আফ্রিকার দেশ সেনেগালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে চায় তারা। লায়ন্স অব তেরেঙ্গা হিসেবে পরিচিত সেনেগাল ২০০২ বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই ১৯৯৮ সালের চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে চমকে দিয়েছিল। সেবার কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল তারা।
সবশেষ কাতার বিশ্বকাপেও দেশটির তারকা ফুটবলার সাদিও মানেকে ছাড়াই শীর্ষ ষোলো নিশ্চিত করেছিল সেনেগাল। সবশেষ গত ১০ জুন আফ্রিকার প্রথম দেশ হিসেবে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ে লায়ন্স অব তেরেঙ্গা। তাই প্রস্তুতির জন্য এরচেয়ে ভালো প্রতিপক্ষ আর হতেই পারে না বলে মনে করছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। এরইমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে মার্চে একটি ম্যাচ নিশ্চিত করেছে সেনেগাল। দ্বিতীয় ম্যাচের জন্য সেনেগালের সঙ্গে খেলার আগ্রহ দেখিয়েছিল সৌদি আরব। তবে, আর্জেন্টিনার প্রস্তাব পাওয়ার পর আর কিছু নিয়েই ভাবতে নারাজ সেনেগালের ফুটবল ফেডারেশন।
মার্চে ম্যাচ আয়োজনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে লায়ন্স অব তেরেঙ্গা। সবকিছু ঠিক থাকলে সাদিও মানের দলের সঙ্গে দেখা যাবে মেসিদের দ্বৈরথ। বিশ্বকাপে এবার গ্রুপ অব ডেথ ফ্রান্স ও নরওয়ের সঙ্গে পড়েছে সেনেগাল। গ্রুপের চতুর্থ প্রতিপক্ষ হবে বলিভিয়া, সুরিনাম ও ইরাকের মধ্যে প্লে অফ জয়ী দল।