আরও একটু দূরে, আরও একটু নির্জনে ভালোবাসার উদ্যাপন করতে শহরের কোলাহল ছেড়ে হারিয়ে গেলেন সৌরভ দাস ও দর্শনা বণিক। দেখতে দেখতে তাঁদের দাম্পত্য জীবনের প্রায় দু’বছর পূর্ণ হতে চলেছে। দ্বিতীয় বিবাহবার্ষিকীর আগেই তাই নিজেদের মতো করে সময় কাটানোর পরিকল্পনা করেন এই তারকা দম্পতি। গন্তব্য, সমুদ্র আর নীল আকাশে ঘেরা ইন্দোনেশিয়া।
২০২৩ সালের ১৫ ডিসেম্বর চারহাত এক হয়েছিল সৌরভ ও দর্শনার। কলকাতার এক অভিজাত ভেন্যুতে বসেছিল তাঁদের বিয়ের আসর। সেই দিনের স্মৃতি এখনও টাটকা। কাজের ব্যস্ততা, শুটিংয়ের চাপ, শহুরে জীবনের ছুটে চলা সবকিছুর মাঝেই তাঁরা বারবার প্রমাণ করেছেন, সম্পর্ককে সময় দিতে জানেন। তাই বিশেষ দিন আসার আগেই শহর থেকে বহু দূরে উড়ে যাওয়ার সিদ্ধান্ত।
ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভেসে উঠেছে তাঁদের একগুচ্ছ ছবি। সমুদ্রতটে পাশাপাশি দাঁড়িয়ে থাকা, নীল জলের ধারে নির্ভার মুহূর্ত সব মিলিয়ে ভালোবাসার এক শান্ত ছবি। দর্শনা নিজেই সেই মুহূর্ত ভাগ করে নিয়ে জানিয়েছেন, কাজ আর ভ্রমণ, সঞ্চয় আর আবার কাজে ফেরাই তাঁদের জীবনের ছন্দ। কলকাতায় থাকলে দু’জনেই নিজেদের কাজে ডুবে থাকেন, আর সময় পেলেই বেরিয়ে পড়েন একান্তে সময় কাটাতে।
টলিপাড়ায় সৌরভ-দর্শনাকে বহুদিন ধরেই আদর্শ দম্পতি হিসেবে দেখা হয়। বাস্তব জীবন হোক বা প্রকাশ্যে, তাঁদের সম্পর্কের উষ্ণতা চোখে পড়ে সহজেই। দ্বিতীয় বিবাহবার্ষিকীতেও তার ব্যতিক্রম হল না। আলোর শহর থেকে দূরে, নীল সমুদ্রের ধারে নিজেদের ভালোবাসার দিনটা স্মরণীয় করে তুলতেই এবার তাঁদের এই বিদেশযাত্রা।
আরপি/টিকে