বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির তিনদিনের ভারত সফরের শেষদিন কাটল। কলকাতা, হায়দরাবাদ, মুম্বাই ঘুরে শেষদিনে দিল্লিতে পৌঁছান মহাতারকা। রাতে ছাড়বেন ভারত। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মেসি, লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডে পলের হাতে ভারতের ক্রিকেট জার্সি উপহার দিয়েছেন আইসিসির সভাপতি জয় শাহ। আগামী বছর বসতে চলা টি-টুয়েন্টি বিশ্বকাপের স্বাগতিক ভারত-যুক্তরাষ্ট্রের ম্যাচের টিকিটও মেসির হাতে তুলে দেন তিনি।
সোমবার বিকেল ৫টা থেকে অরুণ জেটলি স্টেডিয়ামে মেসিকে ঘিরে চলেছে আয়োজন। সকাল থেকেই মহাতারকাকে দেখতে ভিড় বাড়াতে শুরু করে দিল্লিবাসী। ক্রিকেটের এই মাঠে এক মিনি প্রদর্শনী ফুটবল ম্যাচের আয়োজন করেছেন আয়োজকরা। তবে ভারী কুয়াশার কারণে দিল্লিতে পৌঁছাতে দেরি হয়েছিল মেসিকে বহনকারী চার্টার্ড ফ্লাইটের।
মেসিকে ঘিরে আয়োজনে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং ভারতের সাবেক ফুটবলার বাইচুং ভুটিয়া। মেসি, সুয়ারেজ এবং ডে পলের হাতে জার্সি, মেসির হাতে ক্রিকেট ব্যাট তুলে দেয়ার পর, ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের একটি ম্যাচের টিকিট দেয়া হয়। পরে সেখানে দিল্লি একাডেমির শিশুদের সাথে ফুটবল খেলায় মাতেন মেসি এবং ইন্টার মিয়ামির দুই সতীর্থ। পরে সকলে মেসির সাথে ছবি তোলেন।
একপর্যায়ে সুয়ারেজ আয়োজকদের জিজ্ঞেস করেন, বিরাট কোহলি কোথায়। আলোচনায় ছিল মেসির সাথে দেখা করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও, তবে সেটা আর হয়নি।
ভারত সফরের শেষভাগে অরুণ জেটলিতে দর্শকদের স্প্যানিশ ভাষায় মেসি বলেছেন, ‘সব ভালোবাসা এবং সমর্থন পাওয়াটা দারুণ ছিল। আমি জানতাম এখানে এত ভালোবাসা আছে, কিন্তু সরাসরি এটা পাওয়াটা অসাধারণ ছিল। আমি অবশ্যই ফিরে আসবো।’
মুকেশ আম্বানির ছেলে অনথ আম্বানি এদিন মেসি, সুয়ারেজ এবং ডি পলকে গুজরাটে অবস্থিত বন্যপ্রাণী উদ্ধার ও সংরক্ষণ কেন্দ্র ভান্তারা গ্লোবাল পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছেন। তিনজনকে সেখানে পুরো রাত কাটানোর জন্য এবং নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন আম্বানি। তবে মেসিরা সেখানে যাবেন, নাকি মধ্যরাতে ভারতকে বিদায় যানাবেন, সে বিষয় কিছু জানাননি আয়োজকরা।
এবি/টিকে