মা হওয়ার পর দীর্ঘ সময় ধরে নিজেকে আড়ালেই রেখেছিলেন ক্যাটরিনা কইফ। গত ৭ নভেম্বর ভিকি কৌশলের সঙ্গে তাঁদের পুত্রসন্তানের জন্ম হলেও, প্রকাশ্যে আসেননি অভিনেত্রী। তবে চতুর্থ বিবাহবার্ষিকীর দিনে স্ত্রীর সঙ্গে একটি ছবি ভাগ করে নিয়ে আলোচনার কেন্দ্রে চলে আসেন ভিকি। সেই ছবিতেই নজরে পড়ে ক্যাটরিনার চেহারার বদল। পরিচিত নায়িকাসুলভ ঝলক কিছুটা ম্লান, শরীরেও এসেছে মাতৃত্বের স্বাভাবিক পরিবর্তন। কিন্তু সব কৌতূহল ছাপিয়ে দর্শকের একটাই প্রশ্ন কেমন দেখতে হয়েছে তাঁদের ছেলে?
সেই উত্তর যেন খানিকটা ইঙ্গিতেই দিলেন ভিকি। সম্প্রতি মুম্বইয়ের এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন আলিয়া ভট্টও। ‘লভ অ্যান্ড ওয়র’ ছবির শুটিং শেষ হওয়ার পর সহ-অভিনেত্রীর সঙ্গে দেখা হতেই ঘনিষ্ঠ আলিঙ্গনে মেতে ওঠেন তাঁরা। পাশাপাশি বসে গল্পের ফাঁকেই ভিকিকে মোবাইল বার করতে দেখা যায়। মোবাইলের পর্দায় কিছু দেখান আলিয়াকে, আর সেই মুহূর্তেই আলিয়ার মুখে ধরা পড়ে আদুরে বিস্ময়। নানা রকম স্নেহমাখা অভিব্যক্তি দেখে অনুরাগীদের অনুমান, সেদিনই হয়তো ছেলের ছবি দেখাচ্ছিলেন ভিকি।
যদিও এখনও পর্যন্ত ভিকি-ক্যাটরিনা তাঁদের ছেলের মুখ বা নাম প্রকাশ্যে আনেননি। তবে খুব শিগগিরই নাম ঘোষণা করবেন বলে ইঙ্গিত দিয়েছেন ভিকি। কবে প্রকাশ্যে আসবে প্রথম ছবি, তা নিয়েই এখন উত্তেজনা তুঙ্গে। তারকা দম্পতির জীবনের এই নতুন অধ্যায় ঘিরে তাই কৌতূহলের শেষ নেই।
আরপি/টিকে