সিঙ্গাপুর জেনারেল হসপিটালে চলছে উন্নত চিকিৎসা

হাদির অবস্থা এখনও সংকটাপন্ন, চিকিৎসকদের নজর ‘টাইম উইন্ডোতে’

নির্বাচনী প্রচারণা শেষে ফেরার সময় সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে (এসজিএইচ) চিকিৎসাধীন শরীফ মো. ওসমান হাদির শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন এবং অপরিবর্তিত রয়েছে। চিকিৎসকদের ভাষায়, তিনি এখনো জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। দেশটি নিউরোসার্জনদের সর্বশেষ মূল্যায়ন অনুযায়ী হাদির ব্রেনের ইস্কেমিক পরিবর্তন ও ইডেমা কমেনি; ফলে চিকিৎসার ক্ষেত্রে একটি নির্দিষ্ট ‘টাইম উইন্ডো’কেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরা হচ্ছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে সিঙ্গাপুরে হাদির চিকিৎসা পরিস্থিতি নিয়ে হাসপাতালটির চিকিৎসকদের বরাত দিয়ে গণমাধ্যমকে এসব তথ্য জানান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরো সার্জন ও হাদির চিকিৎসায় যুক্ত ডা. আব্দুল আহাদ।

তিনি জানান, জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকায় অস্ত্রোপচার ও নিবিড় চিকিৎসা শেষে ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হসপিটালের ইমার্জেন্সি কমপ্লেক্সে ভর্তির পর থেকেই নিউরোসার্জারি ও ক্রিটিক্যাল কেয়ার টিম যৌথভাবে তার চিকিৎসা শুরু করে। নেওয়ার পর করা ব্রেনের সিটি স্ক্যানে হাদির বাম পাশের ইস্কেমিক পরিবর্তন অপরিবর্তিত রয়েছে। পাশাপাশি ব্রেনে ফোলা বা ইডেমা এখনো বিদ্যমান। ব্রেন স্টেমে আঘাতের কারণে মস্তিষ্কের ভেন্ট্রিকুলার সিস্টেমেও চাপ তৈরি হয়েছে, যা চিকিৎসকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

হাসপাতালটিতে হাদির চিকিৎসকদের বরাতে ডা. আব্দুল আহাদ জানান, বর্তমানে হাদির কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুস কৃত্রিম ভেন্টিলেশনের সহায়তায় সচল রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার জিসিএস স্কোরে এখনো কোনো পরিবর্তন আসেনি। অর্থাৎ নিউরোলজিক্যাল রেসপন্সে দৃশ্যমান কোনো উন্নতি বা অবনতি—কোনোটিই লক্ষ্য করা যাচ্ছে না।

চিকিৎসকদের মতে, এই পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সময়। ব্রেন ইনজুরির ক্ষেত্রে নির্দিষ্ট একটি সময়সীমা বা ‘টাইম উইন্ডো’ থাকে, যার মধ্যে যদি শরীর ইতিবাচক সাড়া দেয়, তাহলে পরবর্তী অবস্থার সম্ভাবনা তৈরি হয়। সেই সময়সীমার মধ্যেই হাদির শরীর কোনো পরিবর্তনের ইঙ্গিত দেয় কি না, সেদিকেই এখন চিকিৎসকদের নজর।

ডা. আহাদ আরও জানান, হাদির ফুসফুসের সর্বশেষ সিটি স্ক্যানে আগের মতোই রক্তের উপস্থিতি দেখা গেছে। এ কারণেই বাংলাদেশে থাকা অবস্থায় তাঁর বুকে চেস্ট ড্রেন দেওয়া হয়েছিল। সিঙ্গাপুরেও সেই জটিলতা মাথায় রেখেই শ্বাসপ্রশ্বাস ব্যবস্থাপনা চলমান রয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা দাবিকে নাকচ করেছেন চিকিৎসকরা। ডা. আহাদ স্পষ্ট করে জানিয়েছেন, হাদি চোখ খুলেছেন বা অবস্থার উন্নতি হয়েছে—এ ধরনের কোনো তথ্য সত্য নয়। তার অবস্থা এখনো স্ট্যাটিক, অর্থাৎ আগের জায়গাতেই রয়েছে। জ্ঞান ফিরে আসার সম্ভাবনা প্রসঙ্গে চিকিৎসকরা এখনই কোনো নিশ্চিত পূর্বাভাস দিতে পারছেন না।

তবে চিকিৎসকরা আশাবাদ ব্যক্ত করে বলছেন, চিকিৎসাবিজ্ঞানের সীমাবদ্ধতার মধ্যেও অনেক সময় অপ্রত্যাশিত পরিবর্তন ঘটে। সে আশাতেই সর্বোচ্চ চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণ চালিয়ে যাওয়া হচ্ছে।

চিকিৎসকদের পাশাপাশি হাদির পরিবার ও সহকর্মীরাও দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে গুজব বা অনুমানভিত্তিক তথ্য না ছড়িয়ে দায়িত্বশীল থাকার অনুরোধ করা হয়েছে।

আইকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ধনশ্রী-মহবশ-শেফালী বিতর্কে চহলের নতুন মন্তব্য Jan 31, 2026
img
সরলতার মধ্যেও এলিগ্যান্স, তারা সুতারিয়ার ফ্যাশন রূপ Jan 31, 2026
img
'প্রিয়ঙ্কা ও শাহরুখের মধ্যে বহু মিল, অথচ এমন অভিনেত্রীকে বলিউড ছাড়তে হল', মন্তব্য প্রযোজকের Jan 31, 2026
img
চিরঞ্জীবীর নতুন ছবিতে চমক, গুরুত্বপূর্ণ চরিত্রে অনুরাগ কাশ্যপ Jan 31, 2026
img
হাঁটু মুড়ে বসে অভিনেত্রীকে আংটি পরালেন হবু স্বামী Jan 31, 2026
img
সাহেব সুস্মিতার সম্পর্ক ঘিরে বিয়ের গুঞ্জন, বাড়ছে কৌতূহল Jan 31, 2026
img
টিজারে বিতর্কের ইঙ্গিত, আসছে ‘দ্য কেরালা স্টোরি ২’ Jan 31, 2026
img
স্টার জলসায় মুখ্য ভূমিকায় ফিরছেন মানালি দে Jan 31, 2026
img
হিয়া ও ঋত্বিকের কাছে ভালোবাসার মানে কী? Jan 31, 2026
img
প্রান্তিক-অঙ্কিতার বিয়ের ছবি ভাইরাল, জোড়া লাগছে সংসার? Jan 31, 2026
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Jan 31, 2026
ভোট দিয়ে বিএনপির ঘাঁটি প্রমাণ করতে বললেন তারেক রহমান Jan 31, 2026
সুনেরাহর খোলামেলা লুক, সোশ্যাল মিডিয়া মাতাল Jan 31, 2026
মিমির অভিযোগে ৩জন গ্রেপ্তার, তদন্ত চলছে Jan 31, 2026
বছরের প্রথম পুরস্কার জয়ার ঝুলিতে Jan 31, 2026
জীবনের নতুন অধ্যায় শুরু করলেন মুখার্জি Jan 31, 2026
মিমি ইস্যুতে নীরবতা ভাঙলেন শুভশ্রী গাঙ্গুলী Jan 31, 2026
img
৪৩ বছরেও অনিন্দ্যসুন্দর, নতুন লুকে মুগ্ধ করলেন শ্রিয়া সরণ Jan 31, 2026
img
মাত্র ১২ ঘণ্টায় কিভাবে বদলে গিয়েছিল ইমরান হাশমির জীবন! Jan 31, 2026
img
‘ডন ৩’ প্রত্যাখ্যান রণবীরের, রেগে গিয়ে রণবীরকে আনফলো করলেন ফারহান? Jan 31, 2026