পিএসজিকে গত মৌসুমে ট্রেবল জিতেয়েছেন কোচ লুইস এনরিক। তাতে ফিফা বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন স্প্যানিয়ার্ড এই কোচ। মেয়েদের বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন ইংল্যান্ড জাতীয় নারী দলের কোচ সারিনা উইগম্যান।
কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার রাতে জমকালো আয়োজনে বর্ষসেরাদের হাতে পুরস্কার তুলে দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বর্ষসেরার দৌড়ে এনরিকে পেছনে ফেলেছেন মিকেল আর্তেতা, হান্সি ফ্লিক, এনজো মারেসকা ও আর্নে স্লটকে। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ফিফার বর্ষসেরা কোচের পুরস্কার জিতলেন এনরিকে। ২০১৫ সালে প্রথমবার বর্ষসেরা হয়েছিলেন তিনি। গত সেপ্টেম্বরে ফ্রান্স ফুটবল সাময়িকীর বর্ষসেরার পুরস্কারও জিতেছিলেন তিনি।
ইংল্যান্ডকে গত উইমেন’স ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতিয়েছেন উইগম্যান। গত সেপ্টেম্বরে নারী ফুটবলেও ফ্রান্স ফুটবল সাময়িকীর বর্ষসেরা কোচের পুরস্কার পান তিনি। এবার পঞ্চমবারের মত ফিফার বর্ষসেরা কোচের স্বীকৃতি পেলেন।
এমআর/টিএ