আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি মনোনিত প্রার্থীদের মধ্যে আজও দ্বিতীয় পর্যায়ে ১০০ জনের সাথে মতবিনিময় করবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের সিনিয়র নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে দেখে গেছে, সকাল থেকে প্রার্থীরা আসতে শুরু করেছে। সকাল ১১টায় শুরু হবে বৈঠক। দুপুরে তাদের সাথে যুক্ত হবেন তারেক রহমান।
মূলত নির্বাচন কেন্দ্র করে বিএনপি মনোনীত প্রার্থীদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেয়া হবে এই অনুষ্ঠানে। তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের আজ দ্বিতীয় দিন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রথম দফায় ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। দ্বিতীয় দফায় আরও ৩৬টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করে বিএনপি।
সব মিলিয়ে ৩০০টি আসনের মধ্যে ২৭২টি আসনে সামনে এসেছে দলটির প্রার্থীদের নাম।
এবি/টিকে