ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় এনসিপি চট্টগ্রাম মহানগর পাঁচ দফা দাবিতে মশাল মিছিল ঘোষণা করেছ। শুক্রবার (১৯ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়।
শনিবার (২০ ডিসেম্বর) মাগরিবের পর নগরের ২নং ষোলশহর বিপ্লব উদ্যান থেকে মশাল মিছিলটি শুরু হবে। প্রেস বিজ্ঞপ্তিতে তারা উল্লেখ করেন, ‘ভারতীয় আগ্রাসন বিরোধী অগ্রনায়ক ও জুলাইয়ের কণ্ঠস্বর শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে মশাল মিছিল আয়োজন।
এনসিপির ৫ দফা দাবিসমূহ হলো : স্বরাষ্ট্র ও আইন মন্ত্রীর পদত্যাগ, আওয়ামী ফান্ডদাতা সকল কম্পানির ওপর স্থগিতাদেশ আরোপ, হাদির আসামিদের ইন্টারপোলের মাধ্যমে দেশে প্রেরণ ও সর্বোচ্চ শাস্তি ফাঁসি, খুনি হাসিনার ফাঁসির রায়ের নির্বাচনের আগে বাস্তবায়ন ও পুলিশে আওয়ামী সময়ে নিয়োগ পাওয়া এসপি, ডিজি, আইজিসহ ঊর্ধ্বতনদের বহিষ্কার।
মশাল মিছিলে জাতীয় নাগরিক পার্টি, যুবশক্তি, শ্রমিক শক্তি ও ছাত্রশক্তি সকল নেতাকর্মীকে অংশ গ্রহণের আহ্বান জানানো হয়।
এসএস/টিকে