বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে আগমন উপলক্ষে দলটির একটি প্রতিনিধি গণসংবর্ধনার স্থান সরেজমিনে পরিদর্শন করেছেন।
শুক্রবার রাজধানীর তিনশো ফিট সড়ক নির্ধারিত জায়গা পরিদর্শন করে।
পরিদর্শনকালে আগমনকে ঘিরে সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন চলাচল ও জনসমাগম ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হয়।
নেতৃবৃন্দ সংশ্লিষ্ট ইউনিটের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং আগমন কর্মসূচি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার নির্দেশনা দেন।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর রায়, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন।
এছাড়াও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবগণ পরিদর্শনে অংশ নেন।
নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে।
এ উপলক্ষে দলীয় নেতাকর্মীদের সর্বোচ্চ প্রস্তুতি ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
এমআর/টিকে