যুক্তরাষ্ট্রের চলমান অভিবাসনবিরোধী অভিযানের বাজেট বিপুল পরিমানে বাড়িয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল রোববার এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি।
হোয়াইট হাউসের কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, ট্রাম্পের স্বাক্ষরিত এ আদেশের ফলে ২০২৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রায় সাড়ে তিন বছরের জন্য ১৭ হাজার কোটি ডলার রাষ্ট্রীয় বরাদ্দ পাচ্ছে অভিযান পরিচালনাকারী দুই সংস্থা ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এবং কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি)।
যুক্তরাষ্ট্রে বাজেট ঘোষণা করা হয় সেপ্টেম্বর মাসে। বর্তমানে ২০২৫-’২৬ অর্থবছর চলছে। এটি শেষ হয়ে ২০২৬-’২৭ অর্থবছর শুরু হবে ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে। সেই হিসেবে আগামী তিন বছরের জন্য এই অর্থ বরাদ্দ পেয়েছে আইসিই এবং সিবিপি।
চলতি ২০২৫-২৬ অর্থবছরে এ দুই আইনপ্রয়োগকারী সংস্থাকে বরাদ্দ দেওয়া হয়েছিল পায় ১ হাজার ৯০০ কোটি ডলার। ট্রাম্পের নির্বাহী আদেশের ফলে আগামী ২০২৬ সাল থেকে ২০২৯ সাল পর্যন্ত তিন বছরের প্রতি বছর আইসিই ও সিবিপি বরাদ্দ হিসেবে পাচ্ছে ৫ হাজার ৬০০ কোটি ডলারেরও বেশি।
এমআর/টিকে