ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি মানুষের আস্থা ফিরবে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এন নাসির উদ্দিন।
সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে মেইল প্রসেসিং সেন্টারে প্রবাসী ভোটারদের ব্যালট ছাপানোর কাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, ভোটের নিরাপত্তা নিশ্চিত করেই পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হয়েছে। এখন পর্যন্ত পৌনে ৬ লাখ প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম শেষ করেছেন। আর দেশের ভেতরে ৭০ হাজার ভোটার রেজিস্ট্রেশন করেছেন।
এ এম এন নাসির উদ্দিন বলেন, পোস্টাল ব্যালটে ভোট দেয়ার প্রক্রিয়ায় আশানুরূপ ফল পেয়েছে ইসি। পোস্টাল ব্যালটে ভোট দেয়ার হাইব্রিড প্রক্রিয়া সারা বিশ্বে মডেল হয়ে থাকবে।
তিনি আরও বলেন, ইসির প্রতি আস্থা ফিরবে এবারের ভোটে। উৎসবমুখর পরিবেশেই হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ইসির প্রতি আস্থা আছে মানুষের।
এমআর/টিকে