জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি ছিল একটি সম্পূর্ণ পরিকল্পিত অপরাধ।
সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের স্লোগান এবং শহীদ শরিফ ওসমান হাদির নাম ব্যবহার করে হামলা চালানো হয়েছে, যা স্পষ্টভাবে পূর্বপরিকল্পনা ও রাজনৈতিক উদ্দেশ্যের ইঙ্গিত দেয়।
এ ঘটনায় সরকারের ভেতরের একটি অংশের সংশ্লিষ্টতা এবং রাজনৈতিক ব্যাকআপ থাকার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না বলে তিনি মন্তব্য করেন। তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষিদের চিহ্নিত করে বিচার নিশ্চিত করতে সরকারকে বাধ্য করার আহ্বান জানান।
সম্পাদক পরিষদ ও নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) যৌথভাবে এই প্রতিবাদ সভার আয়োজন করে। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক সংগঠন এবং নাগরিক সমাজের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ সংহতি প্রকাশ করেন।
সভা শেষে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বক্তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং গণতন্ত্রের বিকাশে সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবীসহ সব পেশাজীবী মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধ এখন সময়ের দাবি।
পিএ/টিএ