মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা শহরে ব্যাব-৯ ও ভোক্তা অধিকার অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে পণ্যের মোড়ক ব্যবহার না করা, মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে রবিরবাজার জনতা ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে নানা অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগে তাজমহল ডিপার্টমেন্ট স্টোরের মালিককে ৩০ হাজার, ওয়াফি ফুড অ্যান্ড কনফেকশনারিকে ২৫ হাজার এবং স্বাদ অ্যান্ড কোম্পানির মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ৪টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার অধিদপ্তরের উপপরিচালক আল আমিন জানান, এ অভিযান অব্যাহত থাকবে।
এবি/টিকে