আইএলটি-টোয়েন্টিতে দিনের একমাত্র ম্যাচে গালফ জায়ান্টসকে ৮ উইকেটে হারিয়েছে এমআই এমিরেটস। বল হাতে ২ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১০ রান দিয়ে উইকেটশুন্য ছিলেন এমআইয়ের বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাটিংয়ে সাকিব নামার আগেই জয় তুলে নিয়েছে এমিরেটস।
আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ফিল্ডিং নেয় এমআই এমিরেটস। আগে বোলিংয়ে নেমে প্রথম ওভারেই বাংলাদেশের সাকিব আল হাসানের হাতে বল তুলে দেন এমিরেটস অধিনায়ক কাইরন পোলার্ড। প্রথম ওভারে একটি ছক্কা হজমসহ ৮ রান দেন সাকিব। এরপর আবার বোলিংয়ে আসেন ৭ম ওভারে। সেই ওভারে দারুণ কিপটে বোলিং করেছেন। দিয়েছেন মাত্র ২ রান। তবে উইকেট মেলেনি কোনো ওভারেই।ফলে ২ ওভারে ১০ রান দিয়ে উইকেটশুন্য সাকিব।
গালফের হয়ে ওপেনার রহমানউল্লাহ গুরবাজ খেলেছেন ১০ বলে ১১ রানের ইনিংস। ৮ বলে ১২ রান করেন আসিফ খান। চারে নেমে দলের হাল ধরেন মঈন আলী। আরেক প্রান্তে ব্যাটাররা সেভাবে টিকতে পারছিলেন না। তবে এক প্রান্ত আগলে রেখে খেলে গেছেন মঈন।
১৩ বলে ১৩ রান করেছেন লরকান টাকার। ১৯ বলে ১৪ রানের ইনিংস খেলেন আজমতউল্লাহ ওমরজাই। শেষ দিকে কাইল মেয়ার্সের সাথে ভালো একটি জুটি হয় মঈনের। চালিয়ে খেলেছেন মেয়ার্স-মঈন। দ্রুত রান তুলেছে গালফ। শেষ দিকে ফিফটি ছুঁয়ে ফেলেন মঈন। মেয়ার্সও রান তুলেছেন দ্রুত গতিতে।
নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৪১ রানের সংগ্রহ তোলে গালফ। ৪৮ বলে ৫১ রান করে ইনিংসের শেষ বলে আউট হন মঈন। ১৮ বলে ২৮ রানের ক্যামিও খেলে শেষ পর্যন্ত টিকে ছিলেন মেয়ার্স।
এমআই এমিরেটসের হয়ে ২টি করে উইকেট শিকার করেছেন ফজলহক ফারুকী এবং রোমারিও শেফার্ড। ১টি করে উইকেট নেন আরব গুল এবং জাহুর খান।
জবাব দিতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে এমআই এমিরেটস। ওপেনার জনি বেয়ারস্টো শুরুতেই বিদায় নিয়েছেন। ৩ বলে ০ রান করে বিদায় নেন বেয়ারস্টো। পরের ওভারে সাজঘরে ফিরেছেন টম ব্যান্টন। ৫ বলে ০ রান করে বিদায় নেন ব্যান্টন। ২ রানের মধ্যে ২ উইকেট হাওয়া এমিরেটসের।
এরপর জুটি বাঁধেন মোহাম্মদ ওয়াসিম এবং নিকোলাস পুরান। পাওয়ারপ্লের ৬ ওভারে জোড়া উইকেট হারিয়ে ৩৩ রান তোলে এমিরেটস। পরিস্থিতি সামলে দলের ইনিংসকে টেনেছেন ওয়াসিম এবং পুরান। বুদ্ধিদীপ্ত এবং কৌশলী ব্যাটিংয়ে মুন্সিয়ানা দেখিয়ে পরিস্থিতি সামাল দেন ওয়াসিম-পুরান। দুজনের কার্যকরী ব্যাটিংয়ে এগিয়েছে এমিরেটসের ইনিংস। সময় বুঝে দলের রানের গতি বাড়িয়েছেন ওয়াসিম-পুরান।
ধীরে ধীরে আগ্রাসী ব্যাটিং করেছেন দুজন। তাদের জুটিতে চড়ে এগিয়েছে এমিরেটস। দুজনের ব্যাটে চড়ে জয়ের পথে এগিয়েছে এমিরেটস।গালফের বোলারদের কচুকাটা করে রান তুলেছেন ওয়াসিম-পুরান। দুজনে ছুঁয়েছেন ফিফটিও। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে দলকে জয়ের পথে নিয়ে যাচ্ছিলেন দুজন।
শেষ দিকে ওয়াসিম এবং পুরানের ব্যাটে চড়েই জয়ের বন্দরে পৌঁছে যায় এমআই এমিরেটস। ৪২ বলে ৫৯ রান করে টিকে ছিলেন ওয়াসিম। ৪৯ বলে ৬৯ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন পুরান। ২১ বল হাতে রেখে ৮ উইকেটে জয়লাভ করে এমআই এমিরেটস।
গালফের হয়ে ১টি করে উইকেট নেন মার্ক অ্যাডায়ার এবং আজমতউল্লাহ ওমরজাই।
এমআর/টিকে