ছোটপর্দার পরিচিত মুখ থেকে বড়পর্দার পথে পা রাখতে চলেছেন আরত্রিকা মাইতি। টেলিভিশনের দর্শকের কাছে জনপ্রিয় এই অভিনেত্রীর প্রথম ছবি লহ গৌরাঙ্গের নাম রে মুক্তির অপেক্ষায়। বড়পর্দায় ডেবিউয়ের আগেই অনুরাগীদের জন্য এল আরও সুখবর। জানা গেল, এই ছবির পরেও ফের বড়পর্দায় দেখা যাবে আরত্রিকাকে, তাও একই নায়কের সঙ্গে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই সেই খবর ভাগ করে নিয়েছেন আরত্রিকা। তাঁর কথায়, লহ গৌরাঙ্গের নাম রে ছবিটা করার কোনও পূর্বপরিকল্পনা ছিল না। তিনি অন্য একটি ছবির মিটিংয়ে হাজির ছিলেন। ঠিক সেই সময়েই পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও প্রযোজক রানা সরকারের ফোন আসে। ফোনেই তাঁকে প্রস্তাব দেওয়া হয় লক্ষ্মীপ্রিয়ার চরিত্রে অভিনয়ের জন্য এবং জানানো হয়, এই ছবির মাধ্যমেই বড়পর্দায় তাঁর অভিষেক হতে চলেছে।
আরত্রিকা জানান, যে ছবির জন্য আগে আলোচনা চলছিল, সেখানেও তাঁর বিপরীতে দিব্যজ্যোতি দত্তের নামই ভাবা হয়েছিল। লহ গৌরাঙ্গের নাম রে ছবিতেও দিব্যজ্যোতি থাকছেন গৌরাঙ্গের চরিত্রে এবং তিনি লক্ষ্মীপ্রিয়া। কথাবার্তা, লুক সেট করা থেকে শুরু করে শুটিং সবই খুব অল্প সময়ের মধ্যে সম্পন্ন হয়েছে।
এই বক্তব্য থেকেই স্পষ্ট, লহ গৌরাঙ্গের নাম রে ছবির পরেও আরত্রিকা ও দিব্যজ্যোতির জুটি ফের বড়পর্দায় দেখা যাবে। সেই ছবির পরিচালনাতেও থাকছেন সৃজিত মুখোপাধ্যায় এবং প্রযোজনায় রানা সরকার। অর্থাৎ একই পরিচালনা ও প্রযোজনার ছায়াতেই গড়ে উঠছে এই নতুন জুটি।
উল্লেখযোগ্যভাবে, বড়দিনে মুক্তি পেতে চলেছে লহ গৌরাঙ্গের নাম রে। ছবিতে আরত্রিকা ও দিব্যজ্যোতির পাশাপাশি অভিনয় করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ইন্দ্রনীল সেনগুপ্ত, ইশা সাহা, সুস্মিতা চট্টোপাধ্যায় ও ব্রাত্য বসু। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির ঝলক, যা দর্শকের আগ্রহ আরও বাড়িয়েছে।
এই ছবির মূল উপজীব্য গৌরাঙ্গ বা শ্রীচৈতন্যের জীবন ও দর্শন। তিনটি সময়কাল শ্রীচৈতন্যের যুগ, নটী বিনোদিনী ও গিরিশ ঘোষের সময় এবং বর্তমান এক সুতোয় বেঁধেছেন পরিচালক। শ্রীচৈতন্যের চরিত্রে দিব্যজ্যোতি দত্ত এবং নটী বিনোদিনীর ভূমিকায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সব মিলিয়ে বড়পর্দায় এক ব্যতিক্রমী অভিজ্ঞতার অপেক্ষায় দর্শক, আর সেই যাত্রার নতুন মুখ হয়ে উঠছেন আরত্রিকা মাইতি।
আরপি/এসএন