এই মুহূর্তে ভারতজুড়ে আলোচনার কেন্দ্রে রণবীর সিং ও অক্ষয় খান্না অভিনীত ‘ধুরন্ধর’। ছবিটির দুর্দান্ত সাফল্যের পর ‘ডন ৩’-এ রণবীরের অভিনয়ের কথা থাকলেও সম্প্রতি সেই প্রজেক্ট থেকে সরে দাঁড়ানোর খবর শোনা গেছে।
এর মধ্যেই বলিউডে নতুন চর্চা ‘দৃশ্যম ৩’ থেকেও নাকি সরে দাঁড়ালেন অক্ষয় খান্না।
‘দৃশ্যম’ সিরিজের প্রথম দুই পর্বই বক্স অফিসে বিপুল সাড়া ফেলেছিল।
সেই ধারাবাহিকতার তৃতীয় পর্বের জন্য দীর্ঘদিন ধরেই মুখিয়ে ছিলেন দর্শকরা।
সম্প্রতি নির্মাতাদের তরফ থেকে জানানো হয়েছে, আগামী বছরের ২ অক্টোবর, ২০২৬-এ মুক্তি পাবে ‘দৃশ্যম ৩’।
কিন্তু ছবির প্রস্তুতির মাঝেই অক্ষয়ের সরে দাঁড়ানোর খবরে তৈরি হয়েছে জল্পনা। সূত্রের খবর, মোটা অঙ্কের পারিশ্রমিক চূড়ান্ত হলেও সিনেমায় নিজের অনস্ক্রিন উপস্থিতি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব দিয়েছিলেন অক্ষয়।
সেই প্রস্তাবে প্রযোজক ও পরিচালকের সঙ্গে মতভেদ তৈরি হয়।
এই মতানৈক্যের কারণেই শেষ পর্যন্ত ছবি ছাড়ার সিদ্ধান্ত নেন অভিনেতা।
যদিও বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত অক্ষয় খান্না কিংবা প্রযোজনা সংস্থার তরফে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি, তবে সোশ্যাল মিডিয়ায় খবরটি ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তুমুল আলোচনা।
প্রসঙ্গত, অক্ষয় খান্না ও রণবীর সিং দুজনেই সাম্প্রতিক সময়ে বড় বাজেটের ছবি থেকে সরে দাঁড়ানোয় অনেকে মনে করছেন, ‘ধুরন্ধর’-এর অভাবনীয় সাফল্যের পর অভিনেতারা হয়তো নিজেদের শর্ত ও মতামত নিয়ে আর কোনো আপস করতে চাইছেন না।
সামান্য মতবিরোধেই তাঁরা প্রজেক্ট ছাড়তে পিছপা হচ্ছেন না।
সূত্র : হিন্দুস্তান টাইমস
আরপি/এসএন