প্রতিবছরের মতো এবারও বার্ষিক সদস্য সম্মেলন আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামীর ছাত্র সংগঠন ছাত্রশিবির। ছাত্রশিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা জানান, আগামী ২৬ ডিসেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্রশিবিরের সদস্য সম্মেলন অনুষ্ঠিত হবে।
অন্যদিকে আগামী ৩ জানুয়ারি ঢাকা মহাসমাবেশ করতে চায় বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটি সোহরাওয়ার্দী উদ্যান অথবা মানিক মিয়া এভিনিউতে সমাবেশ আয়োজন করার আবেদন জানিয়েছে কর্তৃপক্ষের কাছে।
আজ বুধবার সকালে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দেশব্যাপী চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে এই আয়োজন হবে।
এ ছাড়া জামায়াতের অন্যান্য নেতারা জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং মানুষের জানমালের নিরাপত্তাসহ কয়েকটি বিষয় মহাসমাবেশে প্রাধান্য পাবে।
আইকে/টিএ