‘আশিকি ২’ দিয়ে বলিউডে অভিষেক হয় শক্তি কাপুরের মেয়ে শ্রদ্ধা কাপুরের। প্রথম ছবিতেই সাবলীল অভিনয় দিয়ে রাতারাতি শীর্ষ নায়িকাদের একজন হয়ে ওঠে। কিন্তু ইন্ড্রাস্টির অন্যান্য তারকাদের মতো শ্রদ্ধাকে খুব বেশি সিনেমা করতে দেখা যায় না। তবে যে সিনেমাই করেন নিয়ে আসেন সফলতা।

সম্প্রতি এক পডকাস্টে শ্রদ্ধার বাবা শক্তি কাপুর মেয়ের কাজের ধরন নিয়ে কথা বলেছেন। পডকাস্টের সঞ্চালক শক্তি কাপুরকে প্রশ্ন করে, অনেকেই মনে করছে শ্রদ্ধা নাকি আলিয়া ভাট ও অনন্যা পাণ্ডের তুলনায় কম কাজ পাচ্ছেন।
কাজের ক্ষেত্রে খুবই বাছাই করা স্বভাবের শ্রদ্ধা কাপুর। এ প্রশ্নের জবাবে শক্তি কাপুর বলেন, ‘বিষয়টি মোটেও সত্য নয়। আমার মেয়ে শ্রদ্ধা কাজের ক্ষেত্রে খুবই বাছাই করা স্বভাবের এবং বছরে এক দুইটির বেশি ছবি করতে চান না। শ্রদ্ধা তাঁর সমসাময়িকদের চেয়েও বেশি পারিশ্রমিক নেন।
তিনি আরো বলেন, ‘শ্রদ্ধা ইচ্ছে করেই কম কাজ করেন। অভিনয়ের ক্ষেত্রে সবচেয়ে ভালো প্রোজেক্টটাই বেছে নেয়। তাই তার কাজ না পাওয়ার গুজব একেবারেই ভিত্তিহীন।’
মেয়ের স্বভাব নিয়ে শক্তি কাপুর বলেন, ‘ও খুব জেদি ধরনের। সবসময় নিজের মনের কথাই শোনে। তার কিছু নীতিমালা আছে সেগুলো শ্রদ্ধা কড়াভাবে মেনে চলে।’
মেয়ের সাথে সম্পর্ক নিয়ে তিনি বলেন, ‘আমাদের সম্পর্ক খুবই সুন্দর। কখনও ঝগড়া হয়, কখনও ঘুরতে যাই, কখনও সিনেমা নিয়ে কথা বলি। ওকে নিয়ে আমি খুব গর্বিত। তার অভিনয় অসাধারণ।
সর্বশেষ শ্রদ্ধা কাপুর ‘স্ত্রী ২’ ছবিতে অভিনয় করেছেন যা বক্স অফিসে বেশ সফল হয়। এছাড়াও অ্যানিমেশন ছবি ‘জুটোপিয়া ২’র হিন্দি ভার্সনে জুডি হপস চরিত্রে কণ্ঠ দিয়েছেন তিনি।
শ্রদ্ধাকে পরবর্তীতে বিখ্যাত মারাঠি লোকশিল্পী বিঠাবাই নারায়ণগাঁওকরের জীবনীমূলক সিনেমা ‘ইথা’তে দেখা যাবে ।
এসকে/এসএন