অনেক প্রতীক্ষার পর অবশেষে সুখবর দিতে চলেছে জিমেইল। এতদিন পর্যন্ত একবার জিমেইল অ্যাকাউন্ট তৈরি করার পর আর তা পরিবর্তন করা যেত না। আর সেই পরিস্থিতিরই এখন পরিবর্তন হতে চলেছে বলে জানা গেছে।
এই সম্পর্কে একটা ইঙ্গিত পাওয়া গেছে গুগল সাপোর্ট পেজে।
সেখান থেকে জানা গেছে যে একটি নতুন ফিচার ধীরে ধীরে আনা হচ্ছে। এই পেজের তথ্যমতে, গুগল এবার ই-মেইল অ্যাড্রেস পরিবর্তন করার বিকল্প দেবে। এমনকি ই-মেইল আইডি-এর শেষে @gmail.com থাকলেও করা যাবে অ্যাড্রেস চেঞ্জ।
আর এই তথ্যকে গুগলের বিরাট পদক্ষেপ বলে উল্লেখ করেছেন প্রযুক্তিবিদরা।
কারণ, এতদিন পর্যন্ত তারা একবার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাওয়ার পর ই-মেইল অ্যাড্রেস পরিবর্তন করতে দিত না। আর সেটাই এখন করা যাবে। যার ফলে সুবিধা হবে ব্যবহারকারীদের।
নতুন ই-মেইলেও মিলবে পুরনো মেইল
অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে, অ্যাড্রেস পরিবর্তন কর পর পুরনো ই-মেইলগুলোর কী হবে? আর সেই উত্তরটাও মিলেছে পেজটি থেকে।
সেখানে বলা হয়েছে, পুরনো সব মেইল পাওয়া যাবে। পাশাপাশি পুরনো ও নতুন, দুই অ্যাকাউন্টেই মিলবে মেইল।
পাশাপাশি মেইলে থাকা ছবি, মেসেজ ও অন্যান্য তথ্যও অক্ষত থাকবে। অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা একই থাকল। শুধু পরিবর্তন হবে ই-মেইল অ্যাড্রেস।
এটাই সহজ হিসেব।
তবে মাথায় রাখতে হবে, একবার এই অ্যাকাউন্ট অ্যাড্রেস চেঞ্জ করার পর ১২ মাস সেটা নিয়েই চলতে হবে। এই সময় অ্যাড্রেসটি আর পরিবর্তন করা যাবে না। এমনকি ডিলিট করাও চলবে না। যদিও এই সময়ের পর আপনি আবার পুরনো অ্যাড্রেসটি পরিবর্তন করতে পারবেন।
এ ছাড়া সারা জীবনে কতবার এই পরিবর্তন করা যাবে, সেটিও ঠিক করে দিতে পারে বলে জানা গেছে।
কিভাবে করবেন
সেটা এখনো পরিষ্কার করে জানায়নি গুগল। তবে এই পরিবর্তনের জন্য মাই অ্যাকাউন্ট সেকশনে যেতে হবে। তারপরই চেঞ্জটা করা যাবে বলে জানা যাচ্ছে।
এসকে/টিকে