নায়ক হওয়ার সুযোগ পেয়ে তা হাতছাড়া করেননি আনিসুর রহমান জিকো। জয় না পেলেও তার বীরত্বেই শেষ পর্যন্ত লিগে টানা দ্বিতীয় হার এড়িয়েছে বসুন্ধরা কিংস। এগিয়ে যাওয়ার পরও আবাহনীর বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে কিংস।
ঘরের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় পেনাল্টি সেভ করে দলকে বাঁচিয়েছেন জিকো।
৭০ মিনিটে সুলেমান দিয়াবাতের পেনাল্টি ঠেকিয়ে দেন কিংসের গোলরক্ষক। তাতে হ্যাটট্রিক মিসের সঙ্গে অনেকটা খলনায়ক বনে যান মালির স্ট্রাইকার। কেননা এর আগে জোড়া গোল করে আবাহনীকে সমতায় ফেরান তিনি। তবে শেষটা নিজের করে নিতে পারলেন না দিয়াবাতে।
ম্যাচের পঞ্চম মিনিটে লিড নেয় কিংস। ব্রাজিলিয়ান ডরিয়েলটনের পাস ধরে আবাহনীর গোলরক্ষককে পরাস্ত করেন রাকিব হোসেন। ১১ মিনিট পর কিংসের আনন্দ দ্বিগুণ করেন ইমানুয়েল সানডে। এবারের পাসটিও দেন ডরিয়েলটন।
২-০ লিডটা অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি কিংস। ম্যাচের ১৯ মিনিটে ব্যবধান কমায় আবাহনী। বক্সের মধ্যে মিরাজুল ইসলামকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পটকিকে স্কোর ২-১ করেন দিয়াবাতে। বিরতির পরপরেই দলকে সমতায় ফেরান মালির স্ট্রাইকার।
৫১ মিনিটে শেখ মোরসালিনের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে গোলরক্ষক জিকোকে পরাস্ত করেন দিয়াবাতে। দুই বার পরাস্ত করলেও শেষ হাসিটা ঠিকই হাসলেন জিকো। তাতে ২-২ গোলে সমতায় শেষ হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে বছরের ইতি টানে দুই দল। তবে ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লিগে শীর্ষে আছে কিংস।
এসকে/টিকে