গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও সাদুল্লাপুর উপজেলায় পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—সাদুল্লাপুর উপজেলার আবু হোসেন মো. নাছিম মন্ডল (৩০), গোবিন্দগঞ্জ উপজেলার সাজু প্রধান (৩৫) ও শ্রী গোবিন্দ কুমার গৌতম।
রোববার (২৮ ডিসেম্বর) রাতে গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই হাট এলাকা থেকে সাজু প্রধান এবং ফাঁসিতলা বাজার এলাকা থেকে গৌতমকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, পৃথক অভিযানে সাজু ও গৌতম নামে দুইজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, সাজু প্রধান নাকাই ইউনিয়নের শীতল গ্রামের আব্দুল মজিদ প্রধানের ছেলে। তিনি সাবেক ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন এবং বর্তমানে আবুল খায়ের গ্রুপে কর্মরত আছেন।
অন্যদিকে, সোনাতলা এলাকার একটি কলেজের প্রভাষক গৌতম লেখালেখিকে কেন্দ্র করে সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের সঙ্গে বিরোধের জেরে একসময় আলোচিত ও সমালোচিত হন। তিনি আগে গোবিন্দগঞ্জের আরেক সাবেক সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরীর ঘনিষ্ঠজন ছিলেন। এছাড়া তথ্যপ্রযুক্তি আইনে দায়ের হওয়া দুটি মামলায় তিনি মোট ৬ মাস ১০ দিন কারাভোগ করেন। রাজনৈতিক মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে সোমবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানায় পুলিশ।
এদিকে, সাদুল্লাপুর উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা পরিচয়ে আবু হোসেন মো. নাছিম মণ্ডল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, নাছিমের নাম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাদুল্লাপুর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদকের পদে থাকায় তাকে আটক করা হয়। আটকের পর রাতেই তাকে সদর থানায় পাঠানো হয়। তবে ভুয়া কমিটির কাগজ ব্যবহার করে নাছিমকে আটক করা হয়েছে—এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, নাছিমকে পরিকল্পিতভাবে ছাত্রলীগ নেতা হিসেবে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্বজনরা। তাদের দাবি, নাছিম কখনও কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন না এবং তার কোনো পদ-পদবিও নেই। শনিবার রাতে পোস্ট অফিস সংলগ্ন নিজ বাসা থেকে তাকে আটক করে সাদুল্লাপুর থানা পুলিশ।
আটক নাছিম সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের কাজিবাড়ি সন্তোলা গ্রামের মৃত আবদুল মন্নাফ মণ্ডলের ছেলে।
কেএন/টিকে