বিএনপির গুলশান কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নাহিদ ইসলামসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
শ্রদ্ধা জ্ঞাপন শেষে এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেন, বেগম খালেদা জিয়ার আপসহীন মনোভাব ও দৃঢ়তা বাংলাদেশের গণতন্ত্রকামী ও মুক্তিকামী মানুষকে দীর্ঘদিন ধরে অনুপ্রেরণা যুগিয়েছে।
তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে, দেশকে আধিপত্যবাদমুক্ত করা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার যে লড়াই, সে সংগ্রামে বেগম খালেদা জিয়া আগামী দিনেও অনুপ্রেরণার প্রতীক হয়ে থাকবেন।
এর আগে আজ ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া শেষ নিশ্বাস ত্যাগ করেন।
খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এছাড়া বুধবার (৩১ ডিসেম্বর) সারা দেশে সাধারণ ছুটি থাকবে।
বুধবার দুপুরে জানাজা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে দাফন করা হবে।
এমআর/টিএ