আল্লু অর্জুন ও অ্যাটলির বহুল প্রতীক্ষিত ছবি AA22xA6 ঘিরে নতুন চমক। জানা গেছে, ছবিতে দীপিকা পাড়ুকোনের উপস্থিতি মূলত ফ্ল্যাশব্যাক অংশে সীমাবদ্ধ হলেও তা মোটেও ছোট নয়। সংশ্লিষ্ট সূত্রের দাবি, ছবির দ্বিতীয়ার্ধে তার চরিত্রটি আল্লু অর্জুনের চরিত্রের মতোই আবেগ ও কাহিনির দিক থেকে গভীর প্রভাব ফেলবে।
মাফিয়া প্রেক্ষাপটে নির্মিত এই ছবিতে আল্লু অর্জুনকে দেখা যাবে এক প্রভাবশালী ডনের ভূমিকায়। স্টাইল, অ্যাকশন ও তীব্রতার মিশেলে এটি হতে যাচ্ছে বড় বাজেটের প্যান-ইন্ডিয়া প্রকল্প। ছবির তারকাবহুল অভিনয়শিল্পীর তালিকায় আরও রয়েছেন জাহ্নবী কাপুর, মৃণাল ঠাকুর ও রাশমিকা মান্দানা।
জানা যাচ্ছে, অ্যাটলি ছবির জন্য একটি শক্তিশালী ফ্ল্যাশব্যাক পর্ব নির্মাণ করেছেন, যেখানে আল্লু অর্জুনের অভিনয় দর্শকদের চমকে দেবে। পাশাপাশি একটি রহস্যময় অতিথি চরিত্র নিয়েও জোর আলোচনা চলছে। সান পিকচার্স প্রযোজিত ও সাই অভ্যঙ্করের সঙ্গীতে AA22xA6 ইতিমধ্যেই আলোচনার শীর্ষে।
এবি/টিকে