উত্থান-পতনের মধ্য দিয়ে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড জয়ে ফেরার পরের ম্যাচেই আবার দিক হারিয়ে ফেলল। লিগ টেবিলের তলানির দল উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে এগিয়ে গিয়েও জিততে পারল না হুবেন অ্যামুরির দল।
ওল্ড ট্র্যাফোর্ডে মঙ্গলবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ইয়োশুয়া জির্কজির গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা। একটি করে ড্র ও হারের পর গত রাউন্ডে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ১-০ গোলে জিতেছিল ইউনাইটেড। কিন্তু বছরের শেষটা ভালো হলো না তাদের।
১৯ ম্যাচে ৮ জয় ও ৬ ড্রয়ে ৩০ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ১৫ পয়েন্টে পিছিয়ে তারা।আসরে এখনও জয়ের স্বাদ না পাওয়া উলভারহ্যাম্পটনের ৩ ড্রয়ে পয়েন্টও ৩। টানা ১১ হারের পর পয়েন্ট পেল তারা।
শুরুতে ছন্দ পেতে ভুগছিল দুই দলই। ২৭তম মিনিটে গোলের জন্য দ্বিতীয় ও লক্ষ্যে প্রথম শটে এগিয়ে যায় ইউনাইটেড। সতীর্থের পাস বক্সে পেয়ে দারুণ নৈপুণ্যে জায়গা বানিয়ে বাঁ পায়ে শট নেন ডাচ স্ট্রাইকার জির্কজি, বল প্রতিপক্ষের একজনের গায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।
৪১তম মিনিটে দুরূহ কোণ থেকে উগো বুয়েনোর শট ঠেকিয়ে জাল অক্ষত রাখেন ইউনাইটেড গোলরক্ষক সেন লামেন্স। তিন মিনিট পর আর পারেননি তিনি। কর্নারে বক্সে লাফিয়ে হেডে সমতা টানেন লাদিস্লাভ।
৫৪তম মিনিটে আত্মঘাতী গোল করতে বসেছিলেন উলভারহ্যাম্পটনের ডিফেন্ডার ইয়েরসন। ব্যাক-পাস দিতে গিয়ে গড়বড় করে ফেলেন তিনি, বল যাচ্ছিল জালে, শেষ মুহূর্তে গোললাইন থেকে ক্লিয়ার করেন গোলরক্ষক জোসে সা।
১০ মিনিট পর ডাবল সেভে ইউনাইটেডকে বাঁচান লামেন্স। কাছ থেকে লাদিস্লাভের শট ঝাঁপিয়ে ঠেকানোর পর, ইয়েরসনের প্রচেষ্টা হাত বাড়িয়ে ব্যর্থ করে দেন বেলজিয়ান গোলরক্ষক।
নির্ধারিত সময়ের শেষ ১০ মিনিটে বেনিয়ামিন শেশকোর দুটি প্রচেষ্টা ঠেকিয়ে ইউনাইটেডকে হতাশ করেন জোসে সা। নিউক্যাসলের বিপক্ষে একমাত্র গোলটি করা প্যাট্রিক ডোগু যোগ করা সময়ে জালে বল পাঠিয়ে উল্লাসে মাতেন, কিন্তু তার উদযাপন থেমে যায় লাইন্সম্যান পতাকা উঁচিয়ে ধরার পর, অফসাইড!
এমআর/টিএ