মৌসুমের শুরুটা আশানুরূপ হলেও, নভেম্বরে এসে যেন পথ হারিয়ে ফেলে রেয়াল মাদ্রিদ। এক পর্যায়ে আট ম্যাচের মধ্যে তাদের জয় ছিল কেবল দুটি, ঘরের মাঠে পায় টানা দুই হারের স্বাদ। হতাশার এই অধ্যায় পেছনে ফেলে নতুন বছর সাফল্যে রাঙাতে চান ভিনিসিউস জুনিয়র।
আরও বড় পরিসরে দেখলে, ২০২৫ সালটাই ভালো কাটেনি মাদ্রিদের দলটির। ২০২৩-২৪ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, স্প্যানিশ সুপার কাপ জয়ের পর, ২০২৪ সালে উয়েফা সুপার কাপ ও ফিফা কন্টিনেন্টাল কাপও জেতে তারা।
কিন্তু ২০২৫ এ এসে কোনোকিছুই তাদের প্রত্যাশানুযায়ী হয়নি। ফলে শিরোপাশূন্য থেকেই বছর শেষ করতে যাচ্ছে ইউরোপের সফলতম ক্লাবটি। তারওপর, নভেম্বর ও ডিসেম্বরের ওই ছন্দপতনে লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে পিছিয়ে পড়েছে ৪ পয়েন্টে। চ্যাম্পিয়ন্স লিগেও সবশেষ তিন ম্যাচের দুটিতে হেরেছে তারা।
ব্যক্তিগত পারফরম্যান্সেও সময়টা ভালো যাচ্ছে না ২০২৪ সালের ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জয়ী ভিনিসিউসের। চলতি মৌসুমে ক্লাবের হয়ে ২৪ ম্যাচ খেলে কেবল পাঁচবার জালের দেখা পেয়েছেন তিনি, চ্যাম্পিয়ন্স লিগে এখনও গোলের খাতাই খুলতে পারেননি।
বড়দিনের ছুটি কাটিয়ে অনুশীলনে ফিরেছে রেয়ালের খেলোয়াড়রা। সেখানেই মঙ্গলবার রেয়াল মাদ্রিদ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে নতুন বছরে পেছনের ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করলেন ভিনিসিউস।
“আমরা জানি আমাদের উন্নতি করতে হবে, যেন ২০২৬ সালটা সবার জন্য ভালো হয়, বিশেষ করে রেয়াল মাদ্রিদ পরিবারের জন্য। এই ক্লাবে, এই সমর্থকদের সঙ্গে, এখানে সবার মাঝে থেকে আমি সামনেও আরও শিখতে চাই।”
“আমরা জানি, এই বছর আমাদের জন্য ভালো কাটেনি; কিন্তু ঘুরে দাঁড়ানোর প্রশ্নে আমরা মনে কোনো দ্বিধা নেই, আমরা আবার জিতব এবং আমরা আবারও শীর্ষে উঠব।”
লা লিগায় ১৮ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রেয়াল মাদ্রিদ। পরের ম্যাচে তারা আগামী রোববার খেলবে রেয়াল বেতিসের বিপক্ষে।
এবি/টিকে