কৌতুকের মঞ্চে দর্শককে হাসাতে যিনি সিদ্ধহস্ত, সেই কপিল শর্মা নতুন বছরেই পড়লেন বিতর্কের মুখে। জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘কপিল শর্মা শো’ ঘিরে এবার উঠেছে অর্থ লেনদেনের অভিযোগ। শুটিং দেখতে গেলে নাকি দিতে হয় হাজার হাজার টাকা এমন দাবিতে ক্ষোভ উগরে দিয়েছেন একাধিক দর্শক।
সমাজমাধ্যমে দীর্ঘদিন ধরেই অনেকে কপিলের অনুষ্ঠান সামনে বসে দেখার আগ্রহ প্রকাশ করে আসছেন। কিন্তু কীভাবে দর্শক হিসেবে শুটিংয়ে প্রবেশ করা যায়, তা নিয়ে স্পষ্ট ধারণা নেই অনেকেরই। সম্প্রতি এক অনুরাগী প্রশ্ন করেন, তাঁর মা সরাসরি শুটিং দেখতে চান, কীভাবে তা সম্ভব। উত্তরে কপিল জানান, তাঁর দলের সঙ্গে সমাজমাধ্যমে যোগাযোগ করলেই হবে।
এই উত্তর প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক। অনুরাগীদের একাংশ অভিযোগ করেন, এর আগেও তাঁরা শুটিংয়ে যাওয়ার চেষ্টা করে অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। কেউ কেউ দাবি করেছেন, দর্শক হিসেবে বসার সুযোগ পেতে তাঁদের কাছে মোটা অঙ্কের টাকা চাওয়া হয়েছে। কারও কথায়, পঁচিশ হাজার টাকা পর্যন্ত দাবি করা হয়েছিল। আবার কেউ প্রশ্ন তুলেছেন, আগে থেকেই কেন স্পষ্ট করে জানানো হয় না, অনুষ্ঠানে যেতে গেলে আদৌ কোনও অর্থ দিতে হয় কি না।
এই অভিযোগের বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি কপিল শর্মা। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে সাধারণ দর্শকের জন্য কি সত্যিই কপিলের অনুষ্ঠানের দরজা খোলা, না কি সেই হাসির মঞ্চে পৌঁছতে গেলে গুনতে হয় বড় অঙ্কের মূল্য। স্পষ্ট উত্তর না মেলায়, কৌতুকের আড়ালে এবার অনিশ্চয়তা আর ক্ষোভই বাড়ছে দর্শকমহলে।
আরপি/টিএ