দিল্লিতে সেনা মোতায়েনের দাবি জানিয়ে কেজরিওয়ালের টুইট

নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বিরোধী বিক্ষোভের জেরে সাংঘর্ষিক পরিস্থিতিতে ভারতের দিল্লি রণক্ষেত্রে পরিণত হয়েছে। এরই মধ্যে দাঙ্গায় ২০ জন নিহত ও ৭০ জন আহত হয়েছেন। এমন সাংঘর্ষিক ও উত্তপ্ত পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লিতে সেনাবাহিনী নামানোর দাবি জানিয়েছেন।

বুধবার হিন্দুত্ববাদীদের আক্রমণের শিকার সিএএ বিরোধী বিক্ষোভকারীরা দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বাড়ি ঘেরাও করে। এরপর টুইট বার্তায় তিনি এ দাবি করেন।

টুইটে কেজরিওয়াল লিখেছেন, উত্তর-পূর্ব দিল্লির পরিস্থিতি ধীরে ধীরে আয়ত্বের বাইরে চলে যাচ্ছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না। এবার সেনা নামানো উচিত। প্রয়োজনে কারফিউ জারি করতে হবে।

মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সঙ্গে দিল্লি পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন অরবিন্দ কেজরিওয়াল। বৈঠকের ২৪ ঘণ্টা পরেই তিনি সেনা নামানোর দাবি জানান।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: