অভিনেতা ও গায়ক জ়ুবিন গার্গের স্মৃতি এখনও সমগ্র পরিবার এবং অনুরাগীদের মনে জীবন্ত। ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানের সময় অকাল প্রয়াণ ঘটেছিল এই গায়কের। মৃত্যুর পর থেকে অসম রাজ্যের মানুষ থেকে শুরু করে সমগ্র দেশের সংগীতপ্রেমীরা শোকাহত। পরিবার এখনও শোক কাটিয়ে উঠতে পারেনি।
এবার নতুন বছরের শুরুতেই জ়ুবিনের স্ত্রী গরিমা শইকীয়া এবং ছোট বোন পামী বড়ঠাকুর বিশেষ উদ্যোগের ঘোষণা দিলেন। সাংবাদিক বৈঠকে গরিমা জানালেন, জ়ুবিনের নামে একটি ট্রাস্ট গঠন করা হচ্ছে। ট্রাস্টে যুক্ত থাকবেন গায়কের ফ্যান ক্লাবের সদস্যরাও। এই ট্রাস্টের মূল উদ্দেশ্য হবে জ়ুবিনের আগ্রহ ও ভালোবাসা অনুযায়ী সমাজে কার্যক্রম চালানো।
গরিমা বলেন, “প্রকৃতি সংরক্ষণের কাজের পাশাপাশি নতুন প্রতিভাদের ভবিষ্যৎ গড়ার দিকে নজর দেবে ট্রাস্ট। এছাড়াও জ়ুবিনের শিল্প ও সৃষ্টিকর্ম সংরক্ষণের জন্য বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করা হবে। জীবন ও কাজ নিয়ে গবেষণার জন্য আলাদা গবেষণা শাখাও গঠন করা হবে।” এর আগে জ়ুবিন ‘কলাগুরু আর্টিস্ট ফাউন্ডেশন’ নামে একটি সংস্থা স্থাপন করেছিলেন। মৃত বোনের স্মৃতিতেও একটি সংস্থা ছিল। এবার তিনটি সংস্থা যৌথভাবে কাজ করবে।
জ়ুবিনের অকাল প্রয়াণের পরও তার শিল্প ও সৃষ্টিকে চিরস্মরণীয় করে রাখতে এই উদ্যোগকে পরিবারের পক্ষ থেকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। অনুরাগীরা নতুন বছরে এই ঘোষণা পেয়ে খুশি এবং আশা প্রকাশ করেছেন যে, ট্রাস্ট গায়ক জ়ুবিনের নামে সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।
আরপি/টিএ