সেরি আর ত্রিমুখী শিরোপা লড়াই বারবার দিক বদলাচ্ছে। প্রতি রাউন্ডেই কয়েক দফায় এর শীর্ষস্থানে আসছে পরিবর্তন। সবশেষ যেমন কাইয়ারিকে হারিয়ে চূড়ায় উঠেছে এসি মিলান।
নতুন বছরে লিগে প্রথম ম্যাচে শুক্রবার রাতে ১-০ গোলে জিতেছে এসি মিলান।
মিলানের এদিনের পারফরম্যান্স অবশ্য তাদের সেরা রূপের ধারেকাছেও ছিল না। তবে কঠিন যাত্রায় দলকে দ্বিতীয়ার্ধে আনন্দে ভাসান রাফায়েল লেয়াও। ডি-বক্সে ডান দিক থেকে সতীর্থের পাস ফাঁকায় পেয়ে, জোরাল শটে ব্যবধান গড়ে দেন পর্তুগিজ ফরোয়ার্ড।
ক্রেমোনেসের বিপক্ষে ঘরের মাঠে হেরে আসর শুরুর পর, লিগে আর হারেনি মিলান। সেরি আয় এই নিয়ে টানা ১৬ ম্যাচ অপরাজিত রইল দলটি।
১৭ ম্যাচে ১১ জয় ও পাঁচ ড্রয়ে এসি মিলানের পয়েন্ট হলো ৩৮।
এক ম্যাচ করে কম খেলে ইন্টার মিলান ৩৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আর নাপোলি ৩৪ পয়েন্ট নিয়ে তিনে আছে।
রোববার বোলোনিয়াকে হারাতে পারলে ফের শীর্ষে ফিরবে ইন্টার মিলান। আর নাপোলি খেলবে লাৎসিওর বিপক্ষে।
আরআই/টিকে