বসুন্ধরা কিংস ছাড়লেন কিউবা মিচেল

গত জুলাইয়ে যোগ দিয়েছিলেন বসুন্ধরা কিংসে, চুক্তির মেয়াদ ছিল তিন বছর; কিন্তু ছয় মাসের মাথায় ক্লাব ছাড়ার ঘোষণা দিলেন কিউবা মিচেল। এমন সিদ্ধান্তের কারণ হিসেবে এই তরুণ মিডফিল্ডার জানালেন বেতন না পাওয়ার কথা।

এই দেশের ক্লাব ফুটবলের বেতন সংক্রান্ত বিষয়ের নির্মম বাস্তবতাও তুলে ধরলেন তিনি।

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে শনিবার দীর্ঘ স্ট্যাটাস দিয়ে কিংস ছাড়ার কারণসহ আরও অনেক বিষয় তুলে ধরেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ইংলিশ মিডফিল্ডার।



“আজ আমি বসুন্ধরা কিংসের সঙ্গে আমার চুক্তি শেষ করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ দীর্ঘদিন ধরে আমার প্রাপ্য বেতন পরিশোধ করা হয়নি। এটাই ছিল আমার এই সিদ্ধান্ত নেওয়ার প্রধান কারণ। তবে যেসব সমস্যা বারবার উঠেছে, কিন্তু কোনও সমাধান হয়নি, এই পরিস্থিতিতে খেলা চালিয়ে যাওয়া মানসিক ও শারীরিকভাবে খুবই কঠিন হয়ে পড়েছিল।”

কিংসে থাকা অল্প সময়ের স্মৃতিও কিউবা আওড়েছেন আবেগঘন বার্তায়। লিখেছেন ক্লাবের প্রতি নিবেদন ও নিষ্ঠায় কোনো ঘাটতি তার ছিল না কখনই।

“যদিও এখানে আমার সময়টা খুব বেশি দীর্ঘ ছিল না, তবুও এটি ছিল গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আমি এখানে আসার পর থেকে এখানকার জীবনযাপন, সংস্কৃতি ও মানুষজনকে আপন করে নিয়েছিলাম। কিছু অসাধারণ সতীর্থ ও সমর্থকের সঙ্গে পরিচিত হয়েছি, যারা আমাকে আপন করে নিয়েছিল এবং আবার মনে করিয়ে দিয়েছিল, কেন আমি এই খেলাটাকে এত ভালোবাসি।”
“এখানে থাকাকালীন, পুরোটা সময়ে আমি সর্বদা পেশাদারিত্ব বজায় রেখেছি। আমি অনুশীলন করেছি, ম্যাচ খেলেছি এবং ক্লাবের ব্যাজের প্রতি সম্মান রেখে নিজেকে পরিচালনা করেছি। একজন ফুটবলার শুধু মাঠে পারফরম্যান্সই দেয় না, আমরা দেই প্রতিশ্রুতি, শৃঙ্খলা ও বিশ্বাস। এর বিনিময়ে ন্যূনতম দায়িত্বগুলো অবশ্যই সম্মান করা উচিত।”

কিছুদিন আগে বেতন বকেয়া ইস্যুতেই কিংস ছাড়েন ফিনল্যান্ড প্রবাসী ডিফেন্ডার কাজী তারিক রায়হান। একইভাবে বিদায় নিতে হলেও মাঝের সময়ের অভিজ্ঞতা ‘তিক্ত’ ঠেকছে না কিউবার। তবে বেতন না পাওয়ায় তার ক্ষোভ-হতাশা আছে অবশ্যই।

“এই পরিস্থিতি সত্ত্বেও আমি কোনো তিক্ততা নিয়ে বিদায় নিচ্ছি না। অল্প সময়ের মধ্যেই যেসব সম্পর্ক তৈরি হয়েছে এবং যেসব অভিজ্ঞতা অর্জন করেছি, সেগুলোর জন্য আমি কৃতজ্ঞ। সেই মুহূর্তগুলো আমার সঙ্গে থেকেই যাবে। বাংলাদেশের ফুটবল আরও ভালো কিছু পাওয়ার দাবি রাখে। খেলোয়াড়দের জন্য আরও ভালো কাঠামো ও ন্যায়বিচার দরকার, যারা প্রতিদিন এই খেলাটার জন্য ত্যাগ স্বীকার করে। এখানে প্রচুর আবেগ ও সম্ভাবনা রয়েছে এবং সেটা রক্ষা করা জরুরি।”

“আমি আশা করি, যারা একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন, বিশেষ করে যারা বেতন না পাওয়া বা প্রতিশ্রুতি ভঙ্গের কষ্ট নীরবে সহ্য করছেন, তারা যেন কথা বলার সাহস পান। ন্যায্য ও পেশাদার আচরণ চাওয়ার কারণে কোনো খেলোয়াড়েরই নিজেকে অসহায় মনে করা উচিত নয়। আমি এখন পরবর্তী অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছি।”


আরআই/টিকে

Share this news on:

সর্বশেষ

img
নিজেকে ছোট মনে করবেন না: এমা স্টোন Jan 07, 2026
img
মোংলায় তীব্র শীত ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত Jan 07, 2026
img
একদিনে টিকিটবিহীন প্রায় ২ হাজার যাত্রীর কাছ থেকে ৪ লাখ টাকা আদায় Jan 07, 2026
img
ভারতেই খেলতে হবে, আইসিসি এমন কথা বলেনি: বিসিবি সভাপতি Jan 07, 2026
img
শরীয়তপুর-চাঁদপুর রুটে সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল চালু Jan 07, 2026
img
বিয়ের সিদ্ধান্ত নিতে দুবার ভাবিনি: মাধুরী দীক্ষিত Jan 07, 2026
img
ফিলিপাইনে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত Jan 07, 2026
img
সিলেটের ৬টি আসনে জামায়াত প্রার্থীদের কার সম্পদ কত? Jan 07, 2026
img
ডিসেম্বরে সর্বাধিক রেমিট্যান্স এলো সৌদি আরব থেকে Jan 07, 2026
img

ইন্টারনেট বন্ধ করে গণহত্যা

জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ Jan 07, 2026
img
আমার চোখে পৃথিবীর প্রতিটি মানুষই সুন্দর: কেয়া পায়েল Jan 07, 2026
img
অংশীদারিত্ব চুক্তির শেষ দফার আলোচনায় বসছে ঢাকা-ব্রাসেলস Jan 07, 2026
img
সান্তোসে নিজের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেইমারের Jan 07, 2026
img
আরও বাড়বে শীতের তীব্রতা, ১২ জানুয়ারি পর্যন্ত শৈত্যপ্রবাহ Jan 07, 2026
img
ইরানে বিক্ষোভের ১০ দিনে প্রাণ গেল কমপক্ষে ৩৬ জনের Jan 07, 2026
img
২০২৬ সালের এসএসসি পরীক্ষার ১৭ কেন্দ্র বাতিল, চূড়ান্ত তালিকা প্রকাশ Jan 07, 2026
img

টি-টোয়েন্টি বিশ্বকাপ

নিউজিল্যান্ডের শক্তিশালী দল ঘোষণা Jan 07, 2026
img
যখন আমি বাড়িতে ঢুকি, তারকা খ্যাতিকে বাইরে রেখে যাই: মাধুরী দীক্ষিত Jan 07, 2026
img
ডজন খানেক নিম্নমানের সিনেমা করার চেয়ে কোনো সিনেমা না করা ভালো: বিদ্যা সিনহা মিম Jan 07, 2026
img
লিটনদের সঙ্গে চুক্তি নবায়ন করবে না ভারতীয় স্পন্সর ‘এসজি’ Jan 07, 2026