আইপিএল লোগোর ক্রিকেটার কি সত্যিই মাশরাফি?

বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক বিরোধ এবার প্রভাব ফেলতে যাচ্ছে উভয়ের ক্রিকেটীয় সম্পর্কে। প্রথমে ভারতীয় কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার দাবি তোলে, এরপর বিসিসিআইয়ের নির্দেশনা মেনে সেই পথে হেঁটেছে কলকাতা নাইট রাইডার্স। যদিও তারা এবারই প্রথম বাংলাদেশি তারকাকে ৯.২০ কোটি রুপিতে কিনেছিল। উদ্ভূত পরিস্থিতিতে পুরোনো এক প্রশ্ন নতুন করে সামনে এসেছে।

২০০৮ সাল থেকে প্রায় প্রতি বছরই ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগটির আসর বসছে। এখন পর্যন্ত টুর্নামেন্টটির লোগোতে বেশ কয়েকবার নতুনত্ব আনা হলেও, সেখানে ব্যবহৃত ক্রিকেটারের প্রতিবিম্ব অপরিবর্তিত রয়েছে। সেই ক্রিকেটার আসলে কে? এমন প্রশ্ন কয়েক বছর আগেও একবার উঠেছিল। ওই সময় মানুষের আলোচনায় ছিল দুটি নাম- দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্স ও বাংলাদেশের অন্যতম সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। যদিও আইপিএল কর্তৃপক্ষ বিষয়টি কখনও স্পষ্ট করেনি।



কয়েক বছর আগে ভারতের সাবেক তারকা ক্রিকেটার বীরেন্দর সেবাগ দাবি করেছিলেন-আইপিএলের লোগো দক্ষিণ আফ্রিকার ব্যাটার এবি ডি ভিলিয়ার্সের একটি বিশেষ শটের কথা মাথায় রেখেই পরিকল্পনা করা হয়েছিল। তিনি এক ‍টুইটে লেখেন, ‘ডি ভিলিয়ার্সের শক্তি অন্য সব শক্তিকে পরাজিত করে। অবাক হব না যদি আইপিএলের লোগো গোপনীয়ভাবে ডি ভিলিয়ার্সকে মাথায় রেখে প্রস্তুত করা হয়।’ শেবাগ ওই টুইটটি করেন মূলত আইপিএলে ডি ভিলিয়ার্সের একটি ইনিংসের প্রশংসায়। অর্থাৎ, লোগোটি তার আগেই তৈরি হয়েছিল।

যদিও ভারতীয় সাবেক তারকার পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে খুব একটা যুক্তি পাওয়া যায়নি। বিশেষ করে বাংলাদেশি ক্রিকেটভক্তরা দাবি করেন ডি ভিলিয়ার্স নন, বরং আইপিএলের লোগোতে ব্যবহৃত ক্রিকেটারটি মাশরাফি। সাবেক ভারতীয় ক্রিকেটার ও বর্তমানে বিশ্লেষক-ধারাভাষ্যকার আকাশ চোপড়াও একই দাবি করেছিলেন। তিনি এক ভিডিওতে বলেছিলেন, ‘আইপিএলের লোগোটি কোন ক্রিকেটারের শট থেকে নেওয়া হয়েছে? অনেকের মতে এটি ডি ভিলিয়ার্সের। মোটেও না, এটি মাশরাফি বিন মুর্তজার। যদিও তিনি বোলিংয়ের জন্য বেশি পরিচিত। আপনি কি বিশ্বাস করতে পারেন?’

আইপিএল লোগো ২০০৮ সালে যুক্তরাজ্যের ‘ভেঞ্চার-ট্রি’ নামে একটি সংস্থা ডিজাইন করেছিল। পরবর্তীতে লোগোটি প্রায় সব মহলেই প্রশংসা কুড়িয়েছে। সেখানে থাকা ক্রিকেটার মাশরাফি বলে যারা দাবি করেছেন, তাদের মতে ২০০৭ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে হুবহু একটি শট খেলেছেন সাবেক এই টাইগার অধিনায়ক। আইপিএলে লোগোতে থাকা ক্রিকেটারের জার্সির কলার, ব্যাটের পজিশন, ব্যাট সুইং, হেলমেটের গ্রিল এবং ফুটওয়ার্ক/ভারসাম্য (এক পা নিচে, আরেক পা কিছুটা ওপরে) সবই মিল রয়েছে মুর্তজার সঙ্গে।

প্রসঙ্গত, আইপিএলের লোগো নিয়ে পুরোনো এই আলাপ নতুন করে সামনে এসেছে মুস্তাফিজকে টুর্নামেন্টটি থেকে বাদ দেওয়ার ঘোষণায়। এই ঘটনার রেশ যে এখানেই শেষ নয়, তারও ইঙ্গিত পাওয়া গেছে। ইতোমধ্যে মুস্তাফিজের নিরাপত্তা দিতে ব্যর্থ ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলকে সুরক্ষা নিশ্চিত করতে পারবে কি না সেই প্রশ্ন উঠেছে। একই দাবিতে মুস্তাফিজ-লিটনদের ম্যাচ অন্য আয়োজক শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি তুলেছেন বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।


Share this news on:

সর্বশেষ

img
মালয়ালম জনপ্রিয় অভিনেতা কান্নান পাট্টাম্বি আর নেই Jan 06, 2026
img
ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য: মাচাদো Jan 06, 2026
img
ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ডেলসি রদ্রিগেজের শপথ Jan 06, 2026
img
ভেনেজুয়েলায় পুনরায় দূতাবাস চালুর প্রস্তুতি যুক্তরাষ্ট্রের Jan 06, 2026
img
ঈদে বড় পর্দায় ফিরছেন শাকিব-অপু জুটি! Jan 06, 2026
img
শুরু হলো শাকিবের 'প্রিন্স' সিনেমার শুটিং, মুক্তি পাবে ঈদে Jan 06, 2026
img
জকসু নির্বাচন : দুপুর থেকে বেড়েছে ভোটার উপস্থিতি Jan 06, 2026
নারীদের সাথে যেভাবে মিশবেন | ইসলামিক টিপস Jan 06, 2026
img
টাঙ্গাইলে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮ Jan 06, 2026
img
ইরানে হস্তক্ষেপ করতে পারে যুক্তরাষ্ট্র Jan 06, 2026
img
‘নিঃশ্বাসও নিতে পারছি না’, চরম শ্বাসকষ্টে ক্যান্সার আক্রান্ত হিনা খান Jan 06, 2026
img
সমুদ্রে আশঙ্কাজনকভাবে মাছ কমছে: গবেষণা Jan 06, 2026
img
ভিডব্লিউবি ও মা-শিশু সহায়তা কর্মসূচি চলবে জেলা প্রশাসনের অধীনে Jan 06, 2026
img

জকসু নির্বাচন

ভোটাররা ৩টার পর ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না Jan 06, 2026
img
নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার খুব জরুরি: নির্বাচন কমিশনার Jan 06, 2026
img
হেড-স্মিথের ইনিংসে অস্ট্রেলিয়ার দাপট Jan 06, 2026
img
সিইসির সঙ্গে আসিফ মাহমুদের নেতৃত্বে এনসিপির বৈঠক বিকেলে Jan 06, 2026
img
নির্বাচন কমিশনের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলেছে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল Jan 06, 2026
img
আনিসুল ও সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ ১২ জানুয়ারি Jan 06, 2026
ভোটার স্লিপ নিয়ে ভোটারের সঙ্গে কি ঘটেছিল Jan 06, 2026