লা লিগায় শীর্ষ থেকে নতুন বছর শুরু করতে যাচ্ছে বার্সা। গতকাল পর্যন্ত ১৮ ম্যাচে ১৫ জয় নিয়ে রিয়াল মাদ্রিদের ওপরেই রয়েছে কাতালান ক্লাবটি। তবে একটি জায়গায় শূন্যতা বোধ করছে তাদের কোচ হ্যান্সি ফ্লিক। দলের রক্ষণভাগ শক্তিশালী করতে একজন ডিফেন্ডার তাঁর বড্ড প্রয়োজন।
জানুয়ারিতে শুরু হওয়া দলবদলে কাউকে পাওয়া গেলে চিন্তামুক্ত হতে পারেন ফ্লিক। কেননা দল শীর্ষে থাকলেও লা লিগার আঠারোটি ম্যাচে ২০টি গোল হজম করেছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও ৬ ম্যাচে ১১ গোল খেতে হয়েছে। এভাবে চললে মৌসুমের বাকি সময়টাতে বড় ধরনের খেসারত দিতে হতে পারে বলে মনে করছেন ফ্লিক। ‘এই মুহূর্তে নতুন কারও সঙ্গে চুক্তি করার জন্য প্রস্তুত নই আমরা। তবে আপনি যদি আমাদের স্কোয়াড দেখেন তাহলে সেখানে রক্ষণে কিছু ফাঁকা দেখতে পাবেন। ডিফেন্সে ফুল ব্যাক আর সেন্টার ব্যাকে আমাদের আরও একজন ফুটবলার দরকার।’ শুক্রবার এস্পানিওলের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে একজন ডিফেন্ডারকে ধারে নেওয়ার ইঙ্গিত দেন।

গত মৌসুমে ইনিগো মার্টিনেজ বার্সা ছেড়ে সৌদি আরব লিগে চলে যাওয়ার পর থেকেই ডিফেন্সটা তাদের নড়বড়ে। সেই সঙ্গে আন্দ্রেস ক্রিস্টেনসেন সেই ডিসেম্বর থেকেই ইনজুরিতে ভুগছেন। সে জায়গাটিতে ফ্লিক একাদশ সাজাচ্ছেন কিশোর ডিফেন্ডার পাও কুর্বাসিকে দিয়ে। সেই সঙ্গে সেন্টারব্যাক জেরার্ড মার্টিনকে খেলাচ্ছেন সেন্টারব্যাক পজিশনে। রোনাল্ড আরোজুও গেলো নভেম্বর থেকে বিশ্রামে আছেন মানসিক অবসাদ থেকে মুক্তি পেতে। মাঠে কবে ফিরবেন, সেটিও অনিশ্চিত। সব মিলিয়ে বার্সার রক্ষণ অনেকটা জোড়াতালি দিয়ে সাজাচ্ছেন কোচ।
সেখানে এই মুহূর্তে নতুন কারও সঙ্গে চুক্তি করাটাও খরচসাপেক্ষ। যেটি হতে পারে সেটি কোন ক্লাব থেকে কাউকে ধারে নিয়ে আসতে। সেখানে একজনের নাম শোনা যাচ্ছে স্প্যানিশ মিডিয়াগুলোতে। স্পেনের দ্বিতীয় লিগের দল লা পালমাসের মিকা মারমল। লা মেসিয়ারই ছাত্র ছিলেন তিনি। তাঁকেই ধারে আনতে পারে বার্সা এই জানুয়ারির দলবদলে। ‘আমরা একজন ডিফেন্ডারকে নেওয়ার ব্যাপারে আলোচনা করেছি। তবে ব্যাপারটি এতটা সোজা না, কারণ এখানে আর্থিক ব্যাপার জড়িত। তা ছাড়া মৌসুমের মাঝামাঝিতে এসে প্রত্যাশামতো কাউকে পাওয়াও সহজ না।’
আরআই/টিকে