এক যুগ পর কলকাতার সঙ্গীতমঞ্চে ফিরছেন রবিশঙ্করের কন্যা অনুষ্কা শঙ্কর। ২০১৪ সালের ডোভার লেনের অনুষ্ঠান শেষে দীর্ঘদিন কলকাতার কোনো পাবলিক অনুষ্ঠানে হাজির হননি তিনি। এবার ‘সিটি অফ জয়’-তে ৮ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে দর্শকদের সামনে সেতার বাজাবেন তিনি। এটি অনুষ্কার সঙ্গীতজীবনের তিন দশকের পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ইন্ডিয়া টুর’-এর শেষ স্টপ।
টুরের শুরু হবে হায়দরাবাদ থেকে, ৩০ জানুয়ারি। এরপর ৩১ জানুয়ারি বেঙ্গালুরু, ১ ফেব্রুয়ারি মুম্বই, ৬ ফেব্রুয়ারি পুণে এবং ৭ ফেব্রুয়ারি দিল্লিতে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। কলকাতার অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশেষ গুরুত্ব দিয়েছেন আয়োজকরা। কৌস্তুভ দত্ত জানিয়েছেন, অনুষকা এবার কলকাতায় রাজি হয়েছেন শুধুমাত্র শর্তে যে অনুষ্ঠানটি হবে সম্পূর্ণ এবং দর্শকরা পুরো চ্যাপ্টার থ্রি উপভোগ করতে পারবেন। গ্র্যামিতে যোজনা করা তাঁর ‘চ্যাপ্টার থ্রি উই রিটার্ন টু লাইট’ অ্যালবাম এবং ‘ডে ব্রেক’ ট্র্যাকের জন্য মনোনয়নের ফলে অনুষ্ঠানটি বিশেষ মাত্রা পাবে।
কলকাতার অনুষ্ঠানে অনুষ্কা সকালেই দিল্লি থেকে পৌঁছবেন। অনুষ্ঠান শেষে একদিন শহরে থাকবেন এবং এরপর ভারতের অন্যান্য স্টপগুলোতে যাত্রা শেষ করবেন। আগের বারো বছরের অনুষ্ঠানিক অভিজ্ঞতা এবং দর্শকের উচ্ছ্বাসকে মনে রেখে এবার পুরো সঙ্গীত পরিবেশনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
পিআর/টিকে