‘কারো খেয়ালখুশিতে’ ভারত থেকে বিশ্বকাপ ম্যাচ সরানো যায় না: বিসিসিআই

বিসিসিআই-এর নির্দেশে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানের বহিষ্কারের ভারত-বাংলাদেশের সম্পর্কের অবনতিতে নতুন মাত্রা জুড়েছে। ‘খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ’ প্রকাশ করে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের লিগ পর্বের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নির্দেশ দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তাতে নড়েচড়ে বসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তাদের একটি সূত্র জানিয়েছে, এমন কিছু করা বলতে গেলে ‘অসম্ভব’।

গত মাসে আবুধাবিতে অনুষ্ঠিত নিলামে ৯.২০ কোটি টাকায় কেনা মুস্তাফিজকে বিসিসিআই-এর নির্দেশের পর শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স দল থেকে ছেড়ে দিয়েছে। এই ঘটনার পর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জরুরি বোর্ড সভা শেষে জনসমক্ষে কোনো মন্তব্য করেননি। তবে সরকারের উপদেষ্টা আসিফ নজরুল জয় শাহর নেতৃত্বাধীন আইসিসির কাছে ক্রিকেট বোর্ডকে বাংলাদেশের চারটি লিগ ম্যাচ (কলকাতায় তিনটি এবং মুম্বাইয়ে একটি) শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি জানাতে বলেছেন।



আসিফ নজরুল তার ফেসবুক পেজে লিখেছেন, ‘ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আমি ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডকে পুরো বিষয়টি লিখিতভাবে আইসিসিকে ব্যাখ্যা করার নির্দেশ দিয়েছি।’ তিনি আরও লেখেন, ‘বোর্ডকে অবশ্যই স্পষ্ট করতে হবে যে, যদি একজন বাংলাদেশি ক্রিকেটার চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও ভারতে খেলতে না পারেন, তবে বাংলাদেশ জাতীয় দল বিশ্বকাপে খেলার জন্য ভারত ভ্রমণে নিরাপদ বোধ করতে পারে না। আমি বোর্ডকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাতে বলেছি যাতে বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় আয়োজন করা হয়।’

বিশ্বকাপের সূচি অনুযায়ী বাংলাদেশের চারটি লিগ ম্যাচের প্রথম তিনটি খেলবে কলকাতায় এবং শেষ ম্যাচ মুম্বাইয়ে। ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে কলকাতায় এবং নেপালের বিপক্ষে মুম্বাইয়ে তাদের খেলা রয়েছে।

তবে বিসিসিআই-এর একটি সূত্র দাবি করেছে যে, টুর্নামেন্ট শুরু হতে মাত্র এক মাস বাকি, এখন এই পরিবর্তন করা প্রায় অসম্ভব। সূত্রটি জানায়, ‘কারো খেয়ালখুশিতে বিশ্বকাপ ম্যাচ সরানো যায় না। এটি একটি লজিস্টিক্যাল দুঃস্বপ্ন। প্রতিপক্ষ দলগুলোর কথা ভাবুন, তাদের বিমান টিকিট এবং হোটেল বুক করা হয়ে গেছে। এছাড়া প্রতিদিন তিনটি করে ম্যাচ রয়েছে যার একটি শ্রীলঙ্কায়। ব্রডকাস্ট ক্রু-দের বিষয় রয়েছে। তাই এটি বলা যতটা সহজ, করা ততটা নয়।’

পূর্ব সমঝোতা অনুযায়ী ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ইতিমধ্যেই তাদের বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিয়েছে।

গত বছরের আগস্টে সরকারবিরোধী বিক্ষোভে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর ভারত-বাংলাদেশ সম্পর্কের চরম অবনতি ঘটে। আন্দোলনে শিক্ষার্থীদের নিহতের ঘটনায় একটি ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন।

তবে মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার কারণ হিসেবে বিসিসিআই সরাসরি বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করেনি। তবে তারা ইঙ্গিত দিয়েছে, চারপাশের পরিস্থিতির কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মূলত বাংলাদেশে হিন্দুরা নির্যাতনের শিকার হওয়ার কারণে ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলো আইপিএল থেকে বাংলাদেশি খেলোয়াড়দের বাদ দেওয়ার জোরালো দাবি তোলে। চাপে পড়ে বিসিসিআই বাঁহাতি পেসারকে বাদ দেওয়ার নির্দেশনা দেয় কলকাতাকে।

আরআই/টিকে

Share this news on:

সর্বশেষ

টাকা ছাড়া মানুষের হেল্প করবেন যেভাবে Jan 07, 2026
রাজশাহীর বানেশ্বর বাজারে অবৈধ দোকান উচ্ছেদ Jan 07, 2026
img
প্রথম বিয়ে ভাঙার কারণ জানালেন বলিউড অভিনেত্রী শেফালি Jan 07, 2026
img
নতুন লুকে মেহজাবীন চৌধুরী Jan 07, 2026
img

জকসু নির্বাচন

ভিপি পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতা Jan 07, 2026
img
২০০ কোটি ডলার মূল্যের তেল যুক্তরাষ্ট্রকে দেবে ভেনেজুয়েলা Jan 07, 2026
img
হাদি হত্যা : আসামি ফয়সালের সাড়ে ৬৫ লাখ টাকার ফ্রিজ Jan 07, 2026
img
জকসু নির্বাচন : ভিপি পদে চলছে ভোটের হাড্ডা হাড্ডি লড়াই Jan 07, 2026
img
কোনো পরাশক্তিই দেশকে বিরাজনীতিকরণ করতে পারবে না : মঈন খান Jan 07, 2026
img
দীর্ঘ ৭ বছর পর যুক্তরাষ্ট্র থে‌কে এ‌লো ভুট্টার চালান Jan 07, 2026
img
শেরপুরে পাহাড়ে বন্যহাতির আক্রমণে প্রাণহানি ১ জনের Jan 07, 2026
img
নির্বাচন পর্যবেক্ষণে ৮১টি সংস্থা নিবন্ধন পেয়েছে: কমিশনার সানাউল্লাহ Jan 07, 2026
img
গাছ কাটার সর্বোচ্চ শাস্তি লাখ টাকা জরিমানা, অধ্যাদেশ জারি Jan 07, 2026
img
প্রথম রাজনৈতিক পরামর্শক সভা করলো বাংলাদেশ-উরুগুয়ে Jan 07, 2026
img
চেক জালিয়াতি মামলায় ইভ্যালির প্রধান নির্বাহীর কারাদণ্ড, চেয়ারম্যান শামীমা খালাস Jan 07, 2026
img
বেথেলের প্রথম সেঞ্চুরি, জয় দেখছে অস্ট্রেলিয়া Jan 07, 2026
img

জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী

বাংলাদেশের সরকারের সঙ্গে লড়াই করুন, ক্রিকেটারদের সঙ্গে নয় Jan 07, 2026
img
বিসিবিতে যাচ্ছেন না আসিফ নজরুল Jan 07, 2026
img
আগামী অর্থবছরেই অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হবে: এনবিআর চেয়ারম্যান Jan 07, 2026
img
স্ত্রীসহ ডেল্টা গ্রুপের চেয়ারম্যান ফারুকের দেশত্যাগে নিষেধাজ্ঞা Jan 07, 2026