আগামী দু-এক দিনের মধ্যে তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হচ্ছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমাদের এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কিন্তু আমার মনে হয় দু-এক দিনের মধ্যে আমরা তাকে চেয়ারম্যান করতে পারবো। কারণ অলরেডি দলের চেয়ারম্যান খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন। সেই জায়গা অবশ্যই আমাদেরকে পূরণ করতে হবে।
রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় সিলেটে উইন্ডসর হোটেল অ্যান্ড রিসোর্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সিলেট থেকেই তার নির্বাচনী প্রচারণা শুরু করতেন। আমাদের সকলের প্রত্যাশা তিনিও সিলেট থেকেই সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন।
তিনি আরও বলেন, দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে কিছুদিন থেকে অন্তর্বর্তী সরকার আসার পর থেকে এক বছরে একটা কালচার হয়েছে, যেটা মব ভায়োলেন্স, মবোক্রেসি। যেটা গণতন্ত্রকে একেবারে ধ্বংস করে দিচ্ছে। এখান থেকে সচেতনভাবে সবাইকে এগিয়ে আসতে হবে এবং সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
ক্ষমতায় গেলে বিএনপি জাতীয় সরকার গঠন করবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমাদের একটা ঘোষণা আছে যে, আমরা যাদের সঙ্গে যুগপৎ আন্দোলন করেছি, তাদের নিয়ে জাতীয় সরকার গঠন করবো, কিন্তু এটা সর্বদলীয় নয়।
সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে তিনি বলেন, যে সুযোগ পেয়েছি তা কাজে লাগাই। আজকে সুযোগ এসেছে। এই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে। গণতন্ত্র একদিনে হয় না, গণতান্ত্রিক সংস্কৃতি একদিনে গড়ে ওঠে না।
পিএ/ এসএন