হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় ৩টি ট্রাক্টর ও ১টি এস্কেভেটর জব্দ করা হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মিরাশী ইউনিয়নের আওতাধীন পূর্ব পীরেরগাঁও এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব জব্দ করা হয়। এসময় মো. লিটন মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়।
অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন রোধে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান। এসময় চুনারুঘাট থানা পুলিশের একটি টিম আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।
আটক লিটন মিয়া উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গঙ্গানগর গ্রামের নিম্বর আলীর ছেলে।
ইউএনও জিয়াউর রহমান বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ৪ (গ) ধারা লঙ্ঘনের অপরাধে একই আইনের ১৫ (১) ধারা অনুযায়ী আটক লিটন মিয়াকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
টিজে/টিএ