বলিউডে আবারও উত্তেজনার পারদ চড়ছে। বহুল আলোচিত ডন থ্রি ছবি নির্মাণের বিষয়টি প্রায় চূড়ান্ত, আর পরিচালকের আসনে থাকছেন ফারহান আখতার। ফলে স্বাভাবিকভাবেই নতুন ডনের চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়ে দর্শক ও ইন্ডাস্ট্রিজুড়ে শুরু হয়েছে জোর আলোচনা।
সূত্রের খবর, এই চরিত্রের জন্য দুই তরুণ অভিনেতার নাম সবচেয়ে বেশি শোনা যাচ্ছে। একজন সিদ্ধার্থ মালহোত্রা, অন্যজন কার্তিক আরিয়ান।
দুজনই নিজেদের অভিনয়জীবনে গুরুত্বপূর্ণ সময় পার করছেন এবং ডন থ্রি তাঁদের জন্য বড় সুযোগ হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সিদ্ধার্থ মালহোত্রাকে অনেকেই দেখছেন ঠান্ডা মাথার, দৃঢ় ব্যক্তিত্বের একজন অভিনেতা হিসেবে। অ্যাকশন দৃশ্যে তাঁর সাবলীলতা ও গম্ভীর উপস্থিতি ডনের চরিত্রের সঙ্গে মানানসই বলে মত অনেকের। অন্যদিকে কার্তিক আরিয়ান পরিচিত তাঁর স্বতঃস্ফূর্ততা ও আকর্ষণীয় পর্দা উপস্থিতির জন্য। তাঁর অভিনয়ে এক ধরনের অপ্রত্যাশিত ছাপ রয়েছে, যা এই আইকনিক চরিত্রে নতুন মাত্রা যোগ করতে পারে।
ফারহান আখতার শেষ পর্যন্ত কাকে ভরসা করবেন, তা নিয়েই এখন সব জল্পনা। হিসেবি ও পরিকল্পিত একজন চরিত্র নাকি চমকপ্রদ ও প্রাণবন্ত উপস্থিতি- কাকে বেছে নেবেন পরিচালক, সেটাই এখন বড় প্রশ্ন। ডন থ্রি ঘিরে এই দৌড় যে আরও তীব্র হবে, তা বলাই যায়।
এমআর/টিএ