ডিসেম্বর মাসে বিবাহবিচ্ছেদ হয়েছে। স্পষ্ট এ কথা জানিয়ে দিলেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। টলিপাড়ার অন্দরে ফিসফাস ছিল অনেক দিন ধরেই। কিন্তু প্রকাশ্যে এ কথা কোনও দিনই স্বীকার করেননি তাঁরা। নতুন বছর শুরুতে আবার সেই গুঞ্জন। আনন্দবাজার ডট কমের তরফে প্রশ্ন করা হয় জয়জিৎকে। তখনই স্পষ্ট উত্তর অভিনেতার।
উত্তরে তিনি বলেন, “১২ ডিসেম্বর আমাদের ডিভোর্স হয়ে গিয়েছে।” জয়জিৎ এবং শ্রেয়া বন্দ্যোপাধ্যায়ের একটি পুত্রসন্তান রয়েছে। ছেলের জন্যই অভিনেতা চাননি তাঁদের সম্পর্ক ভাঙা নিয়ে খুব বেশি লেখালেখি হোক। অভিনেতা বললেন, “দু’বছর ধরে আমরা আলাদা ছিলাম। এখানে কারও প্রতি কারও রাগ নেই, হিংসা নেই। দু’জনে যৌথ ভাবে সিদ্ধান্ত নিয়েছি বিয়ে ভাঙার।
আমার মা-বাবাই বড় করেছে আমাদের ছেলেকে। তবে যশোজিৎকে বলেছি আমার প্রতিও যেমন ওর দায়িত্ব, কর্তব্য রয়েছে, মায়ের প্রতিও সমান দায়িত্ব, কর্তব্য রয়েছে।”
ছেলেকে বড় করাই আপাতত অভিনেতার মূল লক্ষ্য। আর কিছু নিয়ে ভাবতে চান না। বেশ কিছু দিন প্রেমের পর শ্রেয়ার সঙ্গে সংসার পাতেন জয়জিৎ। অভিনেতা যোগ করেন, “আমরা অনেক ভাল সময় কাটিয়েছি। কিন্তু সম্পর্ক টক্সিক হয়ে যাওয়ার আগে সেখান থেকে বেরিয়ে আসাই ভাল। আর এটা তো আনন্দের খবর নয়, তাই ঢাকঢোল পিটিয়ে ঘোষণা করিনি।” তাঁদের ছেলে এখন কলেজের ছাত্র। অভিনেতা চান না তাঁদের সাংসারিক বিবাদের আঁচ ছেলের উপর পড়ুক।
টিজে/টিএ