লোকাহ ছবির অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শন এবার বড় পর্দায় নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। রণবীর সিংয়ের আসন্ন জম্বি অ্যাকশন ছবি প্রলয়ে নায়িকা হিসেবে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলেন তিনি। জয় মেহতা পরিচালিত এই ব্যতিক্রমধর্মী ছবির শুটিং শুরু হওয়ার কথা ২০২৬ সালের এপ্রিল মাসে। এই ছবির মাধ্যমেই বলিউডে অভিষেক হতে যাচ্ছে কল্যাণীর, যা তাঁর অভিনয়জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে ধরা হচ্ছে।
প্রলয় ছবিটি একাধিক দিক থেকে বিশেষ। প্রথমত, এটি রণবীর সিংয়ের প্রযোজক হিসেবে যাত্রার সূচনা। মা কসম ফিল্মস নামের নিজস্ব প্রযোজনা সংস্থার ব্যানারে এই ছবিটি প্রযোজনা করছেন তিনি। পাশাপাশি ছবিটির সঙ্গে যুক্ত রয়েছে হংসাল মেহতার ট্রু স্টোরি ফিল্মস এবং সমীর নায়ারের অ্যাপ্লজ এন্টারটেইনমেন্ট।
জম্বি, অ্যাকশন এবং নতুন মুখের সমন্বয়ে প্রলয় হিন্দি ছবির জগতে ভিন্ন স্বাদ আনতে চলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রণবীর সিংয়ের মতো তারকার সঙ্গে কল্যাণী প্রিয়দর্শনের এই নতুন যাত্রা দর্শকদের মধ্যে আগ্রহ বাড়িয়েছে। সব মিলিয়ে ২০২৬ সালে মুক্তির অপেক্ষায় থাকা এই ছবি ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে।
এমআর/টিএ