রণবীর কাপুর ও সঞ্জয় লীলা ভানসালির সম্পর্ক নিয়ে সাম্প্রতিক সময়ে নানা জল্পনা ছড়ালেও বাস্তবে সেই গুঞ্জনের কোনো ভিত্তি নেই। ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, বহুল প্রতীক্ষিত ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে পরিচালক ও অভিনেতার মধ্যে কোনও মতবিরোধ হয়নি। বরং সৃজনশীল দিক থেকে দু’জনই পুরোপুরি একই জায়গায় রয়েছেন।
চিত্রনাট্য ও দৃশ্যধারণ ঘিরে পুনরায় শুটিং এবং সময়সূচি নিয়ে কিছু আলোচনা হলেও সেটিকে কেন্দ্র করে অসন্তোষ তৈরি হয়েছে—এমন খবর সঠিক নয় বলে জানানো হয়েছে। প্রযোজনা সংশ্লিষ্টরা স্পষ্ট করেছেন, বছরের শেষ দিকে যে বিরতি নেওয়া হয়েছে তা আগেই পরিকল্পিত ছিল। কাজের চাপ সামলে নতুন উদ্যমে ফেরার লক্ষ্যেই এই বিরতি।
সব মিলিয়ে ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির কাজ নির্ধারিত পরিকল্পনা অনুযায়ীই এগোচ্ছে। রণবীর ও ভানসালির দীর্ঘদিনের পেশাদার বোঝাপড়া ও পারস্পরিক আস্থা এই প্রকল্পকে আরও শক্ত ভিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এবি/এসএন