সকল বিপ্লবের শুরু ‘শব্দ’

যখন দুজন মানুষ কথা বলে, শুধুমাত্র সেই সময়টায় পৃথিবী বদলে যায়। যখন আমরা কথা বলি, আমরা আমাদের বর্তমান অবস্থা থেকেও সুন্দর একটা পথ খুঁজে পাই। আদতে ইতিহাস হলো বিশ্বাসের বিভিন্ন শক্তির মধ্যে কথোপকথন যা কোন এক সময় রক্ত, বালি, লোহা, গুপ্তচরবৃত্তি, তথ্য এবং শব্দের দ্বারা সম্পন্ন হয়েছিল। সব রকম পদ্ধতিগুলির মধ্যে আমার মতে, যে কোন সমস্যা সমাধানের জন্য শব্দই হলো সর্বোত্তম পদ্ধতি। এ কারণে সকল বিপ্লব শব্দের দ্বারা তৈরি একটি কক্ষ থেকেই স্থির হয়। সমস্ত বিতর্ক নতুন বিশ্বের জন্য একটি নতুন ভিত্তি স্থাপন করে।
...তাই কথা বলো, আলোচনা করো এবং বিতর্ক করো।

বিতর্কের একজন ছাত্র হিসাবে হাসানুল বান্না, নির্ঝোর, মুনিরা আপা, এনাম, সাইফ, রিসেল, নিশাত, মোর্শেদ, মঈন, আজহার, ইব্রাহিম, আরেফিন, রায়ান প্রমুখ সেরা বিতর্ককারীদের সাথে কাজ করতে পেরে আমি সম্মানিত ও আনন্দিত বোধ করছি।

 

লেখক: যুক্তরাষ্ট্র প্রবাসী

Share this news on: